মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

আগে গণহত্যার বিচার ও সংস্কার, পরে নির্বাচন: পীর সাহেব চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, আগে গণহত্যার বিচার ও প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার করতে হবে। পরে নির্বাচন। তবে সেই নির্বাচন অবশ্যই হতে হবে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে। কারণ, আর কোনো স্বৈরাচার যেন বাংলাদেশে মাথা না তুলতে পারে ইনশাআল্লাহ।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশটি আয়োজন করা হয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও পিআর পদ্ধতিতে একটি সুস্থ ও নিরপেক্ষ নির্বাচন দাবিতে।

মুফতি রেজাউল করিম আরও বলেন, ৫ আগস্টের ঘটনার পর দেশের মানুষের মাঝে ইসলামের পক্ষে এক ধরনের হৃদ্যতা তৈরি হয়েছে। এই জনসম্পৃক্ততাকে কাজে লাগিয়ে ইসলামী শক্তিগুলোর ঐক্য গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, “আমরা আল্লাহর রহমতে অনেকদূর এগিয়েছি। এখন জনগণের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। ৫৩ বছরের ইতিহাসে যারা দেশ শাসন করেছে, তারা বারবার জনগণকে ধোঁকা দিয়েছে। বাংলাদেশকে সন্ত্রাস, দুর্নীতি, গুম-খুন, চাঁদাবাজি ও স্বৈরাচার থেকে মুক্ত করতে হবে।”

জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া হাওলাদারের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মুহাম্মাদ মনিরুল হাসানের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে আরও বক্তব্য দেন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি নজরুল আহসান, ইসলামী যুব আন্দোলন জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ হাফিজুল ইসলাম, জাতীয় ওলামা মাশায়েখ পরিষদের জেলা সভাপতি মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ