রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :

রক্তের চাদর গায়ে দিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে চাই: জামায়াত আমির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অনেক শাসন দেখেছি, কিন্তু এসব শাসন ছিল না, ছিল শোষণ। আমরা এখন সৎ শাসক চাই, কুরআনের শাসন চাই। দ্বীনের পথে শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়তে চাই। বিদায় নিতে চাই শহীদ হয়ে—রক্তের চাদর গায়ে দিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে চাই।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে খুলনা জেলার দাকোপ উপজেলার চালনা বিল্লালিয়া আলিম মাদরাসা মাঠে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সভার আয়োজন করে দাকোপ উপজেলা জামায়াতে ইসলামী।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা জি. এম. আখতারুজ্জামান এবং পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা মো. অহিদুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন—লাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, অব্জল টিম সদস্য মাস্টার শফিকুল আলম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, বাগেরহাট জেলা আমীর মাওলানা রেজাউল করিম, সাতক্ষীরা জেলা আমীর অধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, খুলনা মহানগরী ছাত্রশিবির সভাপতি আরাফাত হোসেন মিলন, খুলনা জেলা ছাত্রশিবির সভাপতি আবু জর গিফারী, খুলনা জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, বাগেরহাট জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, খুলনা জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, বাগেরহাট জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক ইকবাল হোসেন, খুলনা জেলা কর্ম ও শূরা সদস্য অধ্যাপক আব্দুর রব, খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, জেলা সহকারী সেক্রেটারি আব্দুর রহিম, বটিয়াঘাটা উপজেলা আমীর মাওলানা শেখ মো. আবু ইউসুফ, মাদরাসার অধ্যক্ষ মাওলানা অজিহুর রহমান, পাইকগাছা উপজেলা আমীর মাওলানা আবু সাঈদ, কয়রা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান, হরিণটানা থানা আমীর আব্দুল গফুর, পাইকগাছা উপজেলা সেক্রেটারি মো. আলতাফ হোসেন, কয়রা উপজেলা সেক্রেটারি মাওলানা মো. সাইফুল্লাহ, রামপাল উপজেলা সেক্রেটারি মাওলানা জিহাদুজ্জামান।

এছাড়াও উপস্থিত ছিলেন জামায়াত নেতা মাওলানা এমদাদুল হক, জাহিদুল ইসলাম, আল আমিন হোসেন, হাফেজ মিনারুল ইসলাম, হাফেজ নজরুল ইসলাম, মো. আবু সাঈদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুরন নবী, ছাত্রশিবির সভাপতি ইয়াসিন আরাফাত এবং সেক্রেটারি মেহেদী হাসান।

এর আগে সকাল ১০টার দিকে ডা. শফিকুর রহমান খুলনার দাকোপ উপজেলার চালনায় অবস্থিত বি. এম. গ্যাস কোম্পানির হেলিপ্যাডে অবতরণ করেন। সেখান থেকে তিনি শহীদ মাওলানা আবু সাঈদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পরে চালনা সরকারি পৌর কবরস্থানে তার কবর জিয়ারত করেন। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ