মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

উত্তরার মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আজ সোমবার (২১ জুলাই ২০২৫) রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন মাঠে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (F-7 BGI) বিধ্বস্ত হয়ে এক হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। এতে বিমান কর্মকর্তাসহ একাধিক নিহত ও শিক্ষার্থীসহ বহু মানুষ আহত হন বলে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে।

এ মর্মান্তিক ঘটনার পর ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর ও সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান এক যৌথ বিবৃতিতে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন।

নেতৃদ্বয় বলেন,আমরা গভীর দুঃখের সঙ্গে উত্তরা মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হয়ে একাধিক ব্যক্তির শাহাদাত ও বহু কোমলমতি শিক্ষার্থীর আহত হওয়ার খবর জানতে পেরেছি। আমরা শহীদদের মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা ও পরিবারগুলোর জন্য ধৈর্যের দোয়া করছি।

নেতৃদ্বয় আরও জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নেতৃত্বে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর একটি প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক টিম তাৎক্ষণিকভাবে দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে অংশ নিচ্ছে। এছাড়া আহতদের রক্তের চাহিদা পূরণে ইশা ব্লাড ব্যাংক প্রস্তুত রয়েছে। বিপদের এই মুহূর্তে মানবিক দায়িত্ববোধ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতার মনোভাব নিয়ে মাঠে আছি এবং ভবিষ্যতেও পাশে থাকব ইনশাআল্লাহ।

নেতৃদ্বয় সরকারের কাছে জোর দাবি জানান, যেন এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত করে ভবিষ্যতে যেন এমন দুর্ঘটনা আর না ঘটে, সে লক্ষ্যে দ্রুত কার্যকর নীতিমালা বাস্তবায়ন করতে হবে। এই দুর্ঘটনা জনাকীর্ণ মহানগরের ওপর দিয়ে সামরিক প্রশিক্ষণ উড্ডয়নের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।

নেতৃদ্বয় বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনা আমাদের সামনে একটি বড় প্রশ্ন -জণবহুল রাজধানীর আকাশে সামরিক প্রশিক্ষণ উড্ডয়ন কতটা নিরাপদ? উন্নত বিশ্বে যেমন যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA), যুক্তরাজ্যের CAA বা জাপানের MLIT -জনবসতিপূর্ণ এলাকায় এই ধরনের সামরিক ফ্লাইট নিষিদ্ধ বা কঠোরভাবে নিয়ন্ত্রিত। বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে এর বিকল্প খোলা ও নির্জন প্রশিক্ষণ এলাকা নির্ধারণ করা এখন সময়ের দাবি।

নেতৃদ্বয় অনতিবিলম্বে রাজধানীর আকাশ থেকে সামরিক প্রশিক্ষণ উড্ডয়ন বন্ধ ও নিরাপদ আকাশসীমা নির্ধারণের দাবি জানান।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ