মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

উত্তরায় বিমান দুর্ঘটনায় পীর সাহেব চরমোনাই’র উদ্বেগ প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই আজ (২১ জুলাই) বেলা সোয়া ১টায় উত্তরার মাইনস্টোন কলেজ ভবনের ওপরে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, একটা স্কুলের ওপরে বিমান বিধ্বস্ত হওয়ার ভয়াবহতা কল্পনা করে আমরা উৎকণ্ঠিত ও উদ্বিগ্ন হয়ে আছি। এখন প্রাথমিক কাজ হিসেবে দ্রুততার সাথে উদ্ধার কাজ সমাপ্ত করতে হবে। আহতদের যথাযথ সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। আমরা জেনেছি, বাংলাদেশ সেনাবাহিনী , বিমান বাহিনী ও ফায়ার সার্ভিস যৌথভাবে কাজ করছে। আমরা আশা ও দোয়া করি যাতে ক্ষয়-ক্ষতি যথাসাধ্য কমিয়ে আনা যায়।

পীর সাহেব চরমোনাই নিহত ও আহতদের প্রতি সমবেদনা প্রকাশ করে বলেন, এই দুর্ঘটনার কারণ তদন্ত করতে হবে। এটা নিছকই দুর্ঘটনা নাকি এর পেছনে কোন দুরভিসন্ধি আছে তা খতিয়ে দেখতে হবে। প্রশিক্ষণ বিমানটি প্রশিক্ষণের জন্য ফিট ছিলো কিনা তাও খতিয়ে দেখতে হবে। সবকিছু ঠিক থাকলেও রাজধানীর মতো এতো জনবহুল শহরে প্রশিক্ষণের জন্য বিমান উড্ডয়ন করার যথার্থতাও বিবেচনা করতে হবে।

পীর সাহেব চরমোনাই দেশবাসীকে দোয়া ও মোনাজাত করার আহবান জানান। এবং দুর্ঘটনার কাছাকাছি থাকা সকলকে সামর্থ অনুযায়ী উদ্ধারকাজে সহায়তা করার আহবান জানান। এবং আহতের রক্তের প্রয়োজন হলে সাধ্যমতো এগিয়ে আসার আহবান জানান।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ