মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

খুলনায় ইসলামী যুব আন্দোলনের আলোচনা সভা ও র‌্যালি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরী শাখার উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ জুলাই) নগর সভাপতি মো. আব্দুর রশিদ সভাপতিত্বে নগর সাধারণ সম্পাদক মো. আব্দুস সবুর আল রাব্বির পরিচালনায়ে পাওয়ার হাউজ মোড় থেকে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এম এ হাসিব গোলদার।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সারা দেশের ধর্ষণ চাঁদাবাজিতে ছেয়ে গেছে, এই সকল চাঁদাবাজদের রুখতে হবে সকলকে সংঘবদ্ধ হয়ে। সাথে সাথে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, পিযআর পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমেই দেশ সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম ভূঁইয়া, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সভাপতি মাহদি হাসান মুন্না , ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সহ-সভাপতি মোহাম্মদ আমজাদ, হোসাইন যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম নাসির, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাজমুল ইসলাম, দফতর সম্পাদক হাফেজ মাওলানা শামীম হোসেন সাইফী, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মুহা: মামুন অর রশিদ, প্রচার সম্পাদক মুফতি মাহমুদুল হাসান, প্রকাশনা সম্পাদক মুহা. মাইনুল ইসলাম আকন্দ, অর্থ সম্পাদক হাফেজ মুহা: হাসান, যুব উন্নয়ন ও কর্মসংস্থান সম্পাদক ডা. শামীম হায়দার উপস্থিত ছিলেন।

আরও ছিলেন, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মুফতি ফরিদ উদ্দিন আযহার, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মুহা. শাহিন হাওলাদার, আইন ও মানবাধিকার সম্পাদক মুহা. আব্দুল্লাহ মাহমুদ, তথ্য ও গবেষণা সম্পাদক হোসাইন মোহা. জুম্মান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মুহা. আরিফুল ইসলাম, শিল্প ও বাণিজ্য সম্পাদক মুহা. সুমন হাওলাদার, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মুহা. আসাদুজ্জামান আলামিন, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মুহা. ডালিম হাওলাদার, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল আজিজ,সংখ্যালঘু ও নৃ-গোষ্ঠী সম্পাদক মুহা. মাহাতাব, উপ-সম্পাদক মোহাম্মদ নাজিম হাওলাদার, ইঞ্জিনিয়ার হায়দার আলী, মো. সোলায়মান ইমন, মোহাম্মদ শিমুল বেপারী প্রমুখ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ