রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :

জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে ইসলামী আন্দোলনের মহাসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় সমাবেশে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে গেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। শনিবার (১৯ জুলাই) রাতে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ইবনে সিনা হাসপাতালে তারা আমিরের কুশলাদি জানতে যান।

প্রতিনিধি দলে আরও ছিলেন ইসলামী আন্দোলনের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মুফতী রেজাউল করীম আবরার।

হাসপাতালে জামায়াত আমিরের সঙ্গে সময় কাটিয়ে তার স্বাস্থ্যের খোঁজখবর নেন নেতারা এবং দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।

এর আগে সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও হাসপাতালে গিয়ে ডা. শফিকুর রহমানের খোঁজখবর নেন।

জানা গেছে, বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জামায়াতের জাতীয় সমাবেশে বক্তব্য রাখার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দলটির আমির। তা সত্ত্বেও মঞ্চে বসে কিছু সময় বক্তব্য দেন তিনি। সমাবেশ শেষেই তাকে দ্রুত ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়।

জামায়াতের প্রচার বিভাগ জানায়, বর্তমানে তার রক্তচাপ ও সুগার স্বাভাবিক রয়েছে। দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে আমিরের দ্রুত আরোগ্য কামনায় দোয়া চাওয়া হয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ