আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আবেগে না ভেসে এবং ভুল সিদ্ধান্ত না নিয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১৯ জুলাই) রাজধানীর একটি হোটেলে ২০২৪-এর গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অবদান ও শহীদদের স্মরণে আয়োজিত এক সভায় যুক্তরাজ্য থেকে ভার্চুয়াল বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
তারেক রহমান বলেন, “জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে জনগণকে দায়িত্বশীল হতে হবে। যেন আবেগতাড়িত সিদ্ধান্ত কিংবা ভুল পথে হাঁটার কারণে আবারও চরমপন্থা বা ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ সৃষ্টি না হয়।”
তিনি আরও বলেন, “ফ্যাসিবাদমুক্ত, ইনসাফভিত্তিক ও মানবিক বাংলাদেশ গঠনের মাধ্যমে আমরা শহীদদের প্রতি যথাযথ শ্রদ্ধা জানাতে পারি এবং তাদের আত্মত্যাগের ঋণ পরিশোধের পথ তৈরি করতে পারি।”
সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
এমএইচ/