সমাবেশে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে ইবনে সিনা হাসপাতালে গেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। এ সময় নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমীসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।
শনিবার (১৯ জুলাই) রাতে ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালে ছুটে যান খেলাফত মজলিস নেতারা। তারা জামায়াত আমিরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তার স্বাস্থ্যের খোঁজখবর নেন।
এর আগে সন্ধ্যায় জামায়াত আমিরকে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে হাসপাতালে জামায়াত আমিরকে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জামায়াতের জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন দলটির আমির ডা. শফিকুর রহমান। তা সত্ত্বেও কয়েক সেকেন্ড পরই তিনি মঞ্চে বসেই বক্তব্য দেওয়া শুরু করেন এবং কয়েক মিনিট কথাও বলেন।
সমাবেশ শেষে জামায়াত আমিরকে ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দলের প্রচার বিভাগ থেকে জানানো হয়, জামায়াত আমিরের প্রেশার, সুগার লেভেল ঠিক আছে। তার সুস্থতার জন্য দোয়া চেয়েছে দলটি।
এমএইচ/