রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :

সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত নেতাকর্মীদের ঢল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় সমাবেশে অংশ নিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢল নেমেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা হাজারো নেতাকর্মী শনিবার ভোর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। ফজরের নামাজের পর থেকেই সমাবেশস্থলে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। সকাল গড়াতেই উদ্যানে জমায়েত হয়ে পড়ে বিপুলসংখ্যক নেতাকর্মী।

সাত দফা দাবি তুলে ধরে এই সমাবেশের আয়োজন করেছে জামায়াতে ইসলামী। মূলত, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি "লেভেল প্লেয়িং ফিল্ড" তথা সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবিকে কেন্দ্র করেই সমাবেশ আহ্বান করা হয়েছে।

দুপুর ২টা থেকে সমাবেশের মূল পর্ব শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় পর্যায়ের নেতারাও বক্তব্য রাখবেন বলে জানানো হয়েছে।

এর আগে সকাল ১০টা থেকে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়েছে।

সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের বড় ধরনের এই উপস্থিতি ঢাকায় রাজনৈতিক উত্তাপের একটি বহিঃপ্রকাশ হিসেবেই বিবেচিত হচ্ছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ