||খালিদ হাসান বিন শহীদ, ঝিনাইদহ||
ঝিনাইদহে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
(১৮ই জুলাই) শুক্রবার বিকেল ৩টায় ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মুফতী রাসেল উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতী আরিফুর রহমান এর সঞ্চালনায় এ প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল মুফতী মানসুর আহমাদ সাকী ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক মুফতী আহমাদ আব্দুল জলিল ।
বিশেষ অতিথি ছিলেন ইসলামী বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ডাঃ এইচ এম মোমতাজুল করীম, সেক্রেটারী প্রভাষক মাওলানা শিহাব উদ্দিন, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ছাত্র নেতা এইচ এম নাঈম মাহমুদ। এছাড়াও বিভিন্ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
এসময় বক্তারা বলেন, আগামীর বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে। সুদ, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজ, হত্যা, ধর্ষণসহ সকল প্রকারের নৈরাজ্য বন্ধ করতে ইসলামী যুব আন্দোলনের কর্মীদেরকে প্রস্তুত থাকতে হবে।
এনএইচ/