মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা জমিয়তে উলামায়ে ইসলামের সদস্য সম্মেলন ও কাউন্সিল বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে অনুষ্ঠিত হয়েছে। কুলাউড়া পৌরসভা মিলনায়তনে পৌর জমিয়তের আহ্বায়ক হাফিজ মাওলানা নাজমুল ইসলামের সভাপতিত্বে ও পৌর শাখার সদস্য সচিব মাওলানা মোহাম্মদুল্লাহর সঞ্চালনায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
বক্তব্য দেন জমিয়তের সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা বদরুল ইসলাম সাহেব, জমিয়তের সহকারী মহাসচিব মাওলানা জামিল আহমদ আনসারী মৌলভীবাজার জেলা জমিয়তের সাবেক সহ-সাধারণ সম্পাদক মাওলানা তালিব উদিন সাহেব, কুলাউড়া উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আজির উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা নেজাম উদ্দিন, মৌলভীবাজার জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান, মৌলভীবাজার জেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ ফাহিম আহমদ।
আরো বক্তব্য দেন কুলাউড়া উপজেলা জমিয়তের উপদেষ্টা মাওলানা আনোয়ার হোসেন, কুলাউড়া উপজেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা আলা উদ্দীন, সহ-প্রচার সম্পাদক মাওলানা রেজাউল করিম এহসান, কুলাউড়া উপজেলা যুব জমিয়তের আহবায়ক হাফিজ মাওলানা আব্দুল আজিজ,মৌলভীবাজার জেলা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি মাওলানা আল আমীন, জেলা ছাত্র জমিয়তের প্রচার সম্পাদক সা'দ বিন জামিল, কুলাউড়া উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি শামছুল ইসলাম সাইমী,সাধারণ সম্পাদক আবু নছর খালেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুত্তালিব শিব্বির প্রমূখ।
পরিশেষে হাফিজ মাওলানা নাজমুল ইসলামকে সভাপতি মাওলানা মোহাম্মদুল্লাহ সাধারণ সম্পাদক ও মোস্তফা কামালকে সাংগঠনিক সম্পাদক করে কুলাউড়া পৌরসভা প্যানেল ঘোষণা করেন উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা নেজাম উদ্দিন সাহেব।
এসএকে/