শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ ।। ২ শ্রাবণ ১৪৩২ ।। ২৩ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :

হামলাকারীকে কঠোর শাস্তি দিতে হবে: নাহিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “গোপালগঞ্জের নিরীহ মানুষরা যেন কোনও ধরনের হয়রানির শিকার না হন, তবে হামলাকারীরা যেন কেউ ছাড় না পায়। তাদের প্রত্যেককে আইন অনুযায়ী শাস্তি প্রদান করা উচিত।"

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর ৩ টার দিকে ফরিদপুরের জনতা ব্যাংকের মোড়ে আয়োজিত জুলাই পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

নাহিদ ইসলাম আরও বলেন, “আমরা আবারও গোপালগঞ্জে যাবো। আমরা গোপালগঞ্জকে আওয়ামী সন্ত্রাসী মুক্ত করতে চাই। যত বাঁধা আসুক, যত হামলা হোক, আমাদের আন্দোলন থামবে না। আমাদের পদযাত্রা অব্যাহত থাকবে।”

এনসিপির ফরিদপুর জেলা শাখার প্রধান সমন্বয়ক সৈয়দা নীলিমা দোলা এর সভাপতিত্বে এই সভায় বক্তব্য রাখেন সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা ও সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ প্রমুখ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ