জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কাতার শাখার মজলিসে আমেলা ও বর্ধিত সভা গতকাল বুধবার (২৫ জুন) অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় কাতার শাখার উপদেষ্টামণ্ডলী উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা মাওলানা হাফিজ জসিম উদ্দিনকে সভাপতি নির্বাচিত করা হয়।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় কালামে পাক থেকে তেলাওয়াত করেন সহসাধারণ সম্পাদক হাফিজ মুকাররাম হুসাইন।
স্বাগত বক্তব্য দেন কাতার জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল মুতিন জালালি।
দলের অতীত ও বর্তমান কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরেন উপদেষ্টা মাওলানা শরীফ খালেদ সাইফুল্লাহ।
গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন উপদেষ্টা মাওলানা হাফিজ ইমদাদ উল্লাহ, মাওলানা হাফিজ খালেদ সাইফুল্লাহ জহিরী। গুরুত্বপূর্ণ আলোচনা করেন সহ-সভাপতি মাওলানা আবু মুসা।
পরিশেষে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেন সভাপতি। সকলের পরামর্শ ক্রমে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
আহ্বায়ক মাওলানা হাফিজ জসিম উদ্দিন। বাকি সদস্যরা হলেন ক্বারী হাফিজ হেমায়াতুল্লাহ, মাওলানা শরীফ খালেদ সাইফুল্লাহ, মাওলানা আব্দুল মতিন জালালী, মাওলানা আব্দুস শহীদ জমিয়তি, মাওলানা আবু মুসা (সদস্য সচিব), মাওলানা বদরুল ইসলাম, হাফিজ মাওলানা মিজানুর রহমান, হাফিজ মাওলানা মুজিবুর রহমান, হাফিজ আহমদুল্লাহ, মাওলানা হোসাইন আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন মাওলানা হাফিজ আব্দুল কাইয়ুম, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা মনির হোসেন, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা আমজাদ হোসেন, মনিরুল ইসলাম, মুফতি আহসানুল হক নাঈম, হাফিজ জায়কোয়ান আহমদ, মাওলানা শামসুল ইসলাম, মাওলানা ওবায়দুল্লাহ নূরী, আলমান হোসেন, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা মনির, মাওলানা আব্দুল লতিফ, গিয়াস উদ্দিন, মাওলানা হোসাইন আহমদ, এম,আল মামুন মাওলানা হুমায়ুন, জাকোয়ান বিন মখলিসুর রহমান।