সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭


দলের কর্মীদের নিয়ে জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন এক বিএনপি নেতা। রবিবার রাতে জামায়াতে ইসলামীতে ফরম পূরণ করে তিনি দলে যোগ দেন। এ সময় আরো ২০-৩০ জন তার সঙ্গে জামায়াতে যোগ দেন। ঘটনাটি পঞ্চগড়ের দেবীগঞ্জে ঘটে।

জামায়াতে যোগ দেওয়া বিএনপি নেতার নাম আক্কাস আলী ভুঁইয়া। তিনি সর্বশেষ দেবীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালে অনুষ্ঠিত দেবীগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন তিনি।

রবিবার রাত ১০টায় পৌরসভার সবুজপাড়া কেন্দ্রীয় কবরস্থান মাঠে পৌর জামায়াতের উদ্যোগে আয়োজিত এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ওই সভায় আক্কাস আলী ভুঁইয়ার নেতৃত্বে কয়েকজন জামায়াতে যোগ দেন।

জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার কারণ হিসেবে আক্কাস আলী ভুঁইয়া বলেন, “আমি দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। তবে জামায়াতে ইসলামীতে রাজনীতি, আদর্শ ও কর্মকাণ্ড আমাকে ভালো লাগায়, তাই আমি এখন জামায়াতে যোগদান করেছি।”

জামায়াতে ইসলামী উপজেলা সেক্রেটারি বেলাল হোসেন বলেন, “আক্কাস আলী ভুঁইয়া কিছুদিন আগে জামায়াতে যোগদানের আগ্রহ প্রকাশ করেন। রবিবার তার এলাকায় সহযোগী সমাবেশ ছিল, সেখানে তিনি ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।”

তবে আক্কাস আলী জামায়াতে যোগ দেওয়ার বিষয়টি জানেন না বিএনপির নেতারা। উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গণি বসুনিয়া বলেন, “তিনি (আক্কাস আলী) বিএনপির রাজনীতি করতেন এবং পদে ছিলেন, কিন্তু তিনি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন কিনা আমি জানি না।”

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ