সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭


খাগড়াছড়িতে ইসলামী আন্দোলনের প্রার্থী নির্ধারণে মতবিনিময় সভা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

|| খাগড়াছড়ি প্রতিনিধি ||

২৯৮ নং খাগড়াছড়ি আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী নির্ধারণে তৃণমুল দায়িত্বশীলদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ জুন) রবিবার সকাল ১০টায় খাগড়াছড়ি পৌরসভার অরুনিমা কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।

জেলা  সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন এর সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটার মাওলানা রাশেদুল ইসলাম সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ জান্নাতুল ইসলাম।

মতবিনিময় সভায় জেলা সেক্রেটারী মাওলানা কাউসার আজিজী, বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন জেলা  সভাপতি মোঃ আশরাফুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। এ সময় খাগড়াছড়ি জেলার ৪ নেতা থেকে প্র্রার্থী বাছাইয়ে সরাসরি ব্যালটের মাধ্যমে ১ শ ৪৫ জন সদস্য প্রত্যক্ষ ভোটে অংশ নেন। 

পাশাপাশি আগামী ২৮ জুন ঢাকার মহাসমাবেশ থেকে সারাদেশের ৩শ সংসদীয় আসনের প্রার্থী ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. জান্নাতুল ইসলাম। 

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ