শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৭ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা” ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদ ও নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে সাভারে হেফাজতের বিক্ষোভ আমরা একজোট হয়ে ভারতকে জবাব দেব: মাওলানা ফজলুর রহমান পটিয়ার সাবেক সিনিয়র উস্তাদ মাওলানা আব্দুল মান্নান দানিশের ইন্তেকাল নারী সংস্কার কমিশনের কিছু ধারা কোরআন-সুন্নাহর খেলাপ: জামায়াত আমির 

‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ বলেছেন, শুধুমাত্র একটি নির্বাচনই দেশের সার্বিক সমস্যার সমাধান নয়। স্বাধীনতার ৫৪ বছরে বহু নির্বাচন অনুষ্ঠিত হলেও জনগণ তাদের অধিকার ফিরে পায়নি, জনজীবনের মৌলিক সমস্যার সমাধান হয়নি। তাই তিনি মনে করেন, শুধু নির্বাচন নয়, প্রয়োজন কার্যকর সংস্কার—যার মাধ্যমে জনগণ নিরাপদে বসবাস, ব্যবসা-বাণিজ্য ও নাগরিক অধিকার নিশ্চিতভাবে ভোগ করতে পারবে।

তিনি বলেন, "বর্তমান সরকার একটি বিপ্লবী সরকার, যার কোনো নির্ধারিত মেয়াদ নেই। এই সরকারের মেয়াদ কার্যকর একটি নির্বাচনের পরিবেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত। কাজেই যারা নির্বাচন নির্বাচন বলে অতিরিক্ত আগ্রহ দেখাচ্ছেন, জনগণ তাদের অতীত খুব ভালো করেই জানে। এখন জনগণ এক বড় দলের চাঁদাবাজি, দখলবাজি, জুলুম-নির্যাতনে অতিষ্ঠ। এমতাবস্থায় কেবলমাত্র একটি নির্বাচন দিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়, বরং তা দীর্ঘায়িত হবে এবং জনগণের কাঙ্ক্ষিত মুক্তি আসবে না।"

তিনি এসব কথা বলেন শনিবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা পশ্চিমের উদ্যোগে তিতাসের একটি মাদরাসা মিলনায়তনে আয়োজিত দায়িত্বশীল কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে। কর্মশালায় বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন দলের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন।

জেলা সভাপতি হাফেজ মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারী মাওলানা আব্দুর রশিদ মাহমুদির সঞ্চালনায় আয়োজিত এ কর্মশালায় জেলা, থানা, উপজেলা ও পৌরসভা শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

মাওলানা ইউনুস আহমাদ আরো বলেন, “গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর উদ্যোগ নিতে হবে। পাশাপাশি, ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি সহিংসতা এবং ভারতে ওয়াকফ বিলের বিরুদ্ধে আন্দোলনে দমন-নিপীড়নের বিরুদ্ধে বর্তমান উপদেষ্টা সরকারকে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সরকারকে দৃঢ় ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে, যাতে জনজীবনে স্বস্তি ফিরে আসে।”

এমএইচ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ