দেশে ফেরার পর প্রথমবারের মতো চার দিনের সফরে ঢাকার বাইরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১১ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে সফর করবেন তিনি। দেশে ফিরেই মায়ের বিয়োগব্যথা মনে রেখেই নেতাকর্মীদের সঙ্গে ইতিমধ্যেই মতবিনিময় শুরু করেছেন তারেক রহমান।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মারা গেছেন ৯ দিন হলো। তার এই চলে যাওয়ায় বিদেশ ফেরত ছেলে তারেক রহমানের জন্য বেদনাদায়ক হলেও নিয়মের জালে অনেকটা বাধ্য হয়েই সাংগঠনিক কাজে বসেছেন তারেক রহমান।
আসন্ন জাতীয় নির্বাচনের বাকি আর প্রায় এক মাস। নির্বাচনী প্রচার চালানোর আগেই তাই সাংগঠনিক নেতা কর্মীদের সঙ্গে দেখা ও আলোচনা শুরু করেছেন তারেক রহমান।
বিএনপি জানিয়েছে, আগামী ১১ জানুয়ারি থেকে প্রথম নিজ পৈতৃক ভূমি বগুড়া দিয়ে শুরু করবেন এই সাংগঠনিক কর্মসূচি।
সফরসূচি অনুযায়ী, তারেক রহমান ১১ জানুয়ারি টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও বগুড়া সফর করবেন। বগুড়ায় রাত্রিযাপন করে পরের দিন ১২ জানুয়ারি রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে যাবেন।
১৩ জানুয়ারি তিনি ঠাকুরগাঁও থেকে পঞ্চগড়, নীলফামারী ও লালমনিরহাটে যাবেন এবং রাত্রিযাপনের জন্য রংপুরে ফিরে আসবেন। তিনি ১৪ জানুয়ারি রংপুর থেকে বগুড়া হয়ে ঢাকায় ফিরে তার সফর শেষ করবেন।
এই সফরের মধ্যে রয়েছে, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাঈদ, তৈয়বা মজুমদারসহ নিহত জুলাই যোদ্ধা ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত ও দোয়া মাহফিল। আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ।
প্রথমবারের মতো নির্বাচন করার পাশাপাশি ঢাকা ১৭ আসনেও প্রথমবারের মতো ভোটে লড়বেন তারেক রহমান। তাই মঙ্গলবার থেকে দুই দিনের এই আসনের নেতা কর্মীদের সঙ্গে আলোচনা শুরু করেছেন তিনি। নেতারা বলছেন, নির্বাচনী প্রচার যাতে বেগবান হয় তাই উদ্যোগ।
আরএইচ/