প্রতিবারের মতো এবারও বার্ষিক পরীক্ষা শেষে রমজানের আগে ১২ দিনব্যাপী বাংলা ভাষা সাহিত্য প্রশিক্ষণের আয়োজন করেছে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ।
আগামী ২৬ জানুয়ারি রাজধানীর প্রাণকেন্দ্র জামিয়া দারুল উলুম মতিঝিলে (ওয়াপদা মাদরাসা) প্রশিক্ষণ কোর্স শুরু হবে। চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
এই কোর্সে প্রশিক্ষণ দেবেন বেফাকের প্রধান পরিচালক এবং সিনিয়র সাংবাদিক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, দৈনিক নয়া দিগন্তের সিনিয়র সহসম্পাদক মাওলানা লিয়াকত আলী, বেফাকের সহ-প্রধান পরিচালক মাওলানা মুহাম্মদ যুবায়ের, সিনিয়র লেখক ও সাংবাদিক মাওলানা শরীফ মুহাম্মদ, ঢাকা মেইলের চিফ নিউজ এডিটর জহির উদ্দিন বাবর, আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব, প্রবন্ধকার, অনুবাদক ও ভাষা প্রশিক্ষক মাওলানা হানিফ আল হাদী ও ভাষা প্রশিক্ষক মাওলানা মুহাম্মাদুল্লাহ কাওসার।
এই প্রশিক্ষণের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে-
বানান ও উচ্চারণের নিয়মের ওপর নিজস্ব শিটের মাধ্যমে সহজ সাবলীল পাঠদান।
নিয়মিত রোজনামচা ও বিষয়ভিত্তিক প্রবন্ধ লেখা।
নিয়মিত নির্বাচিত লেখা পড়া এবং সে অনুযায়ী লেখার চেষ্টা করা। প্রশিক্ষকদের আলোচনা লিখিত আকারে জমা দেওয়া।
রোজনামচা, প্রবন্ধ, প্রশিক্ষকদের আলোচনার লিখিত কপিসহ যেকোনো লেখায় যে বানান-ই ভুল ধরে দেওয়া হবে, তার সঠিক বানানটি ২০ বার করে লেখা।
শুদ্ধ ভাষায় কথা বলার জন্য বিভিন্ন পদ্ধতির মাধ্যমে নিয়মিত চর্চা করা।
নিয়মিত বিভিন্ন লেখার প্রুফ দেখা।
প্রশিক্ষণ শেষে উত্তীর্ণদের সনদ দেওয়া হবে। প্রশিক্ষণ ফি ২,৪০০/- [ভর্তি ও খানা]। সার্বিক যোগাযোগ: 01711-274946 01727-502345
আরএইচ/