শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল আ.লীগ নিষিদ্ধের কথা বললে সরকার পশ্চিমাদের দোহাই দেয় : সারজিস নারী সংস্কার কমিশন বাতিল না করলে আন্দোলনের দাবানল জ্বলবে: হেফাজত আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত কর্মস্থলে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধির সুপারিশ মজলিসে আমেলার বৈঠকে জমিয়ত, রাত পোহালেই কাউন্সিল কাল ঢাকায় ইসলামী আন্দোলনের গণমিছিল, প্রস্তুতি সম্পন্ন ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দেবে’ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশনের কিতাব বিতরণ "পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা”

জমিয়ত কসবা উপজেলার দ্বিবার্ষিক সম্মেলন আগামীকাল 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার দ্বিবার্ষিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান আগামীকাল  রোববার, ২০ এপ্রিল, কসবা টি আলী কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুফতি জাবের কাসেমী। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিশিষ্ট আলেম মাওলানা আলী আজম, মুফতি বোরহান উদ্দীন কাসেমী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মিডিয়া সেলের সদস্য মুফতি ইমরানুল বারী সিরাজী, কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান মুফতি আমজাদ হোসাইন আশরাফী, মুফতি কামাল উদ্দীন দায়েমী, নুরুল ইসলাম লাল বাদশা ।

আরো উপস্থিত থাকবেন কসবা উপজলা বিএনপির সভাপতি এডভোকেট ফখর উদ্দিন আহমেদ খান ও কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব শরিফুল হক স্বপন।

হামদ ও নাত  পরিবেশন করবেন বিশিষ্ট নাশিদ শিল্পী শেখ এনাম ।

সভাপতিত্ব করবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কসবা উপজেলার সভাপতি  মাওলানা সৈয়দ আহমদ মাহবুব আল মাদানী।

সম্মেলনের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব উসমানী।

মাওলানা ইয়াকুব উসমানী বলেন, অনুষ্ঠান বাস্তবায়নের জন্য আমাদের নেতাকর্মীরা মেহনত করে যাচ্ছেন। আমরা আশাবাদী কসবা বাসী একটি সুন্দর অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।

এমএইচ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ