খেলাফত মজলিস ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ আন্তদলীয় সংলাপ আগামীকাল রবিবার (২০ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে।
খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরুর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর পুরানা পল্টনের ফায়েনাজ টাওয়ারের (৩৭/২, পুরানা পল্টন, লিফটের ১১/এ) খেলাফত মজলিস মিলনায়তনে বিকেল সাড়ে ৩টায় এই সংলাপ অনুষ্ঠিত হবে।
বৈঠকে উভয় দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন এবং সমসাময়িক রাজনৈতিক বিষয়সহ নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হবে বলে জানা গেছে।
বৈঠক শেষে যৌথভাবে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে অংশ নেবেন দুই দলের প্রতিনিধিরা। এতে জাতীয় দৈনিক, টেলিভিশন চ্যানেল ও অনলাইন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের উপস্থিত থাকার জন্য আয়োজকদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
এমএইচ/