রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ‘ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকুন’ গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা

জুলাইয়ের নায়ক ‘ফাইয়াজ’ এখনো পুলিশ হত্যা মামলার আসামি!


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগ্রহিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের জুলাইয়ে আটক হয়েছিল কিশোর হাসনাতুল ইসলাম ফাইয়াজ। একজন পুলিশ সদস্যকে হত্যা মামলায় তাকে আসামি করা হয়েছিল। ওই মামলায় ফাইয়াজের রিমান্ডের আদেশও এসেছিল।

পরে ফাইয়াজের আটকের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সারা দেশের মানুষ ক্ষোভে ফেটে পড়ে।


মানবাধিকার সংগঠনগুলো তার মুক্তি দাবি করে। পরে তার রিমান্ড আদেশ বাতিল হয়। 
জানা যায়, ফাইয়াজ ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী। ফ্যাসিস্ট সরকারের প্রশাসন তাকে পুলিশ হত্যা মামলার আসামি করেছিল।

সেই সরকারের পতনের প্রায় ৯ মাস হয়ে গেলেও তার বিরুদ্ধে করা হত্যা মামলাটি এখনো প্রত্যাহার করেনি অন্তর্বর্তী সরকার।

মামলা সূত্রে আরো জানা যায়, ওই মামলার প্রধান দুই আসামি ডেমরা থানা ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক। ওই সময় তাদের আটক করে ১৬৪ ধারায় স্বীকারোক্তি আদায় করেছিল পুলিশ। সেই জবানবন্দির অজুহাত দেখিয়ে পরে আর মামলাটি প্রত্যাহার করা হয়নি।

ভুক্তভুগীরা জানান, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মামলাটি প্রত্যাহারের বিষয়ে পুলিশকে কোনো নির্দেশনা দেয়নি এখনো।

শনিবার (১৯ এপ্রিল) ফাইয়াজের বিরুদ্ধে করা মামলাটি প্রত্যাহারের দাবি জানিয়েছেন অনেকেই। এ নিয়ে কথা বলেছেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।

নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে আখতার বলেন, ‘ফাইয়াজ আমাদের ভাই। ২৪-এর বীর যোদ্ধা।

ফাইয়াজের বিরুদ্ধে জুলাইতে হওয়া মামলা প্রত্যাহার বিষয়ে জটিলতার কথা ফেসবুকে লেখালেখি করছেন অনেকে। মামলার বিষয়টা পুরোপুরি জানা প্রয়োজন। আমরা যারা অতীতে মামলার ফাঁদে পড়েছি আমরা জানি মামলার ঘানি টানা কতটা ভোগান্তির। আর ফাইয়াজ তো অনেক ছোট এখনো।’

তিনি আরো বলেন, ‘জুলাইতে হওয়া মিথ্যা মামলা চলতে পারে না। বিষয়টা সমাধানের জন্যই ফাইয়াজের ফ্যামিলির কন্টাক্ট নম্বর প্রয়োজন। আমি ব্যক্তিগতভাবে দায়িত্ব নিয়ে এবং আমার সংগঠন এনসিপির পক্ষে এই মামলার বিষয়টি সমাধান করতে চাই। ফ্যামিলির কন্টাক্ট পেতে সাহায্য করুন।’

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ