রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ‘ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকুন’ গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায় হেফাজতের চার রাহবার সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক ছিলেন: হেফাজত আমির

ঢাকা-২ আসনে জামায়াত প্রার্থীর গাড়ি বহরে হামলার অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌফিক হাসানের গাড়ি বহরে সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা জেলা জামায়াত। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে।

গতকাল (১৫ এপ্রিল) বিকেলে কেন্দ্র ঘোষিত ‘গণসংযোগ পক্ষ’ কর্মসূচিতে অংশ নিতে গিয়ে বেলনা বাজারে পৌঁছলে তৌফিক হাসানের গাড়ি বহর লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে তিনজন জামায়াত কর্মী আহত হন, যাদের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ বিষয়ে এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা আমীর মাওলানা দেলোয়ার হোসাইন এবং জেলা সেক্রেটারি অধ্যক্ষ আফজাল হোসাইন বলেন, “হামলাটি পরিকল্পিত এবং রাজনৈতিক সহনশীলতা ও গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। এর মাধ্যমে স্থানীয় বিএনপি নেতারা ভয়ভীতি ও দমন-পীড়নের পথ বেছে নিয়েছে।”

তাঁরা আরও অভিযোগ করেন, হযরতপুর ইউনিয়নে জামায়াত কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। বিশেষ করে ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোয়াজ্জেম হোসেনকে একজন স্থানীয় বিএনপি নেতা ব্যক্তিগতভাবে ডেকে এনে জামায়াত ছাড়ার জন্য চাপ প্রয়োগ করেছেন।

জেলা জামায়াত নেতারা এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “এ ধরনের ফ্যাসিবাদী আচরণ দেশীয় রাজনীতিকে কলুষিত করছে। আমরা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ