বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দে সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। শুক্রবার (আজ) গ্রান্ড তাজ রেস্টুরেন্ট এ ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি খালেদ মাহমুদ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ফেরদৌস রুম্মান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সাংগঠনিক সম্পাদক মুফতী জাকির হোসেন খাঁন।
প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সাংগঠনিক সম্পাদক মুফতী জাকির হোসেন খান অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, অনতিবিলম্বে আপনি আপনার উপদেষ্টা পরিষদে ইজরায়েলের এমন অমানবিক কাজের নিন্দা জানান এবং তাদের পন্য বাংলাদেশে নিষিদ্ধ করার আহবান জানান। তিনি তার বক্তব্যে ভারতে মুসলিম নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ভারত সরকার মুসলমানদের নিরাপত্তা দিতে ব্যর্থ। আমরা ভারত সরকারের কাছে আহবান করছি আপনারা দ্রুত মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করুন ।
ইফতার মাহফিলে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা ফিলিস্তিনে মুসলিম নিধনের সমালোচনা করে তীব্র নিন্দা জানান। বক্তারা বলেন, আমরা জাতিসংঘ সহ সমস্ত মানবাধিকার সংগঠনের কাছে এই ঘৃণিত কাজের নিন্দা জানিয়ে দ্রুত সময়ে নৃশংস হত্যা বন্ধের ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আহবান জানাচ্ছি।
ছাত্র জমিয়ত বাংলাদেশ এর সাধারণ সম্পাদক ফেরদাউস রুম্মান এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন ছাত্র জমিয়ত বাংলাদেশ এর সাংগঠনিক সম্পাদক এস এম মারুফ।
আমন্ত্রিত অতিথিদের মধ্য থেকে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন এর এসিস্টেন্ড সেক্রেটারি ইমরান হোসাইন নূর, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস এর সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ মেসবাহ, জাতীয়তাবাদী গনতান্ত্রিক ছাত্র আন্দোলনের সেক্রেটারি শেখ ফরিদ, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের মহাসচিব আমীর জিহাদী, গণতান্ত্রিক ছাত্রদলের সেক্রেটারি কাজী কামরুল হাসান, বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া এর সভাপতি আব্দুল কাইয়্যুম, জাতীয় ছাত্র সমাজের সভাপতি কাজী ফয়েজ আহমেদ, খেলাফত ছাত্র আন্দোলনের আবু দারদা, ভাসানী ছাত্র পরিষদের সভাপতি মোশাররফ হোসেন, রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলনের সেক্রেটারি ফয়জুল্লাহ নোমান, নাগরিক ছাত্র ঐক্য’র সভাপতি তরিকুল ইসলাম, বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান, ইসলামি ছাত্র ফোরাম বাংলাদেশের আহ্বায়ক প্যানেলের সদস্য শেখ সাব্বির আহমদ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন ছাত্র ফোরামের সভাপতি সানজিদ রহমান শুভ, বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক জাকির খান, ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক সহ সভাপতি হাফেজ মুহাম্মদ ইসলামাবাদী, ছাত্র জমিয়ত বাংলাদেশ এর অর্থ সম্পাদক শামীম হুসাই, সমাজ সেবা বিষয়ক সম্পাদক সাব্বির আহমাদ, কওমী মাদ্রাসা বিষয়ক সম্পাদক আজিজুর রহমান, মুন্সিগঞ্জ জেলা আহ্বায়ক আলামীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
হাআমা/