ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দি করার রেশ কাটতে না কাটতেই এবার প্রতিবেশী দেশ কলম্বিয়া ও কিউবাকে কড়া হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার রাতে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ বিমান ‘এয়ারফোর্স ওয়ান’-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে সরাসরি আক্রমণ করেন এবং কিউবার সরকারের পতন আসন্ন বলে ঘোষণা দেন।
ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রোকে ‘অসুস্থ ব্যক্তি’ হিসেবে অভিহিত করে অভিযোগ করেন যে, তিনি কোকেন তৈরি করে যুক্তরাষ্ট্রে পাচার করতে পছন্দ করেন। কলম্বিয়াতে মার্কিন সামরিক অভিযানের সম্ভাবনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প রহস্যজনকভাবে বলেন, ‘শুনতে ভালোই লাগছে।’ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পেত্রো সরকার খুব বেশি দিন এভাবে দেশ চালাতে পারবে না।
কিউবা প্রসঙ্গে ট্রাম্প জানান, সেখানে সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা কম কারণ দেশটি এমনিতেই অর্থনৈতিকভাবে পতনের মুখে। তাঁর মতে, কিউবার আয়ের প্রধান উৎস ছিল ভেনেজুয়েলার জ্বালানি তেল। মাদুরোর পতনের ফলে কিউবা এখন পুরোপুরি আয়হীন এবং অস্থিতিশীল হয়ে পড়েছে।
গত শনিবার কারাকাসে ‘ডেল্টা ফোর্স’-এর দুঃসাহসিক অভিযানে মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটকের পর ২ হাজার ১০০ মাইল পথ পাড়ি দিয়ে নিউইয়র্কে আনা হয়েছে। মাদক ও অস্ত্র পাচারের অভিযোগে সোমবারই তাঁদের নিউইয়র্কের আদালতে তোলার কথা রয়েছে।
বিশ্লেষকদের মতে, মাদুরোর পর পেত্রোকে লক্ষ্যবস্তু করায় লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক ও রাজনৈতিক হস্তক্ষেপের এক নতুন অধ্যায় শুরু হলো।
এনএইচ/