মঙ্গলবার, ০৬ জানুয়ারি ২০২৬ ।। ২২ পৌষ ১৪৩২ ।। ১৭ রজব ১৪৪৭

শিরোনাম :
‘জনগণেই সিদ্ধান্ত নেবে আগামী ৫ বছর কে দেশ চালাবে’ বাংলাদেশ–পাকিস্তান বিমানবাহিনী প্রধানের বৈঠক নিয়ে যা জানা গেল পাতানো নির্বাচনের চেষ্টা চলছে, রুখে দেয়া হবে: আসিফ মাহমুদ কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করা হবে: হাসনাত আবদুল্লাহ হাদিকে গুলিবর্ষণকারী ফয়সাল এখন কোথায়, জানাল ডিবি সিইসির সঙ্গে ইসলামী আন্দোলনের ঘণ্টাব্যাপী বৈঠক, আলোচনা হলো যেসব বিষয়ে ‘একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনে ধর্মীয় নেতাদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ সবার ওপরে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রমজান সামনে রেখে ভোজ্যতেল ও ডাল কিনবে সরকার আ. লীগ ওয়ার্ড কাউন্সিলর বাপ্পির পরিকল্পনায় গুলি করে ফয়সাল, ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট

আন্তর্জাতিক মানবিক অঙ্গনে বাংলাদেশের গর্ব নওমুসলিম মুহাম্মদ রাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক মু. আল আমিন

হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ, প্রতিকূল জীবনসংগ্রাম অতিক্রম করে মানবসেবায় আত্মনিয়োগ—এবং সেই সেবাকেই জীবনের ব্রত হিসেবে গ্রহণ করে আন্তর্জাতিক মানবিক অঙ্গনে নিজেকে প্রতিষ্ঠিত করা। বিস্ময়কর হলেও বাস্তব—এমনই এক অনন্য জীবনের নাম নওমুসলিম মুহাম্মদ রা

ইজিপ্টে মহামান্য রাষ্ট্রদূত দিয়াব আল-লূহ (Diab Al-Louh) ফিলিস্তিন

মুহাম্মদ রাজ বর্তমানে সরকারি নিবন্ধনভুক্ত জাতীয় মানবিক সংস্থা হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশ (HCSB)-এর মহাপরিচালক (Director General) এবং SAARC Human Rights Foundation-এর Director of International Affairs হিসেবে দায়িত্ব পালন করছেন।

ফিলিস্তিনের গাজা ও সুদানের যুদ্ধবিধ্বস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে তিনি বর্তমানে তাঁর টিমসহ মিশর ও জর্ডান সফরে রয়েছেন। মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে এটি তাঁর চতুর্থ মিশর সফর—যা তাঁর ধারাবাহিক ও প্রত্যক্ষ মাঠভিত্তিক কাজের দৃঢ় প্রমাণ বহন করে।

২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকেই মুহাম্মদ রাজ ও তাঁর টিমের পরিশ্রমে টিম হাফেজ্জী গাজায় নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। গাজা উপত্যকা ও মিশরের ফিলিস্তিনি শরণার্থী শিবিরগুলোতে খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসা সহায়তা, নগদ অর্থ বিতরণসহ জরুরি মানবিক সেবার প্রায় সব ক্ষেত্রেই সক্রিয় ভূমিকা রাখছে সংগঠনটি। সম্প্রতি এই কার্যক্রমের পরিধি সম্প্রসারিত হয়েছে সুদানেও।

গাজার বিধ্বস্ত জনপদ থেকে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা সরাসরি সম্প্রচার করেছে টিম হাফেজ্জীর মানবিক কার্যক্রম। মুহাম্মদ রাজের উদ্যোগে আল জাজিরার ক্যামেরায় গাজার মজলুম মানুষের বুকে ও পবিত্র জেরুজালেমে দৃশ্যমান হয়েছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা—যা দেশের জন্য এক অনন্য গর্বের মুহূর্ত। বিশ্ববিখ্যাত বিবিসিও টিম হাফেজ্জীকে নিয়৷ প্রতিবেদন করেছে! এসব কার্যক্রম একযোগে  দেশের শীর্ষ জাতীয় গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে।

চলমান সফরে মানবিক কার্যক্রমের সমন্বয়, বৈধতা ও বিস্তৃতি বৃদ্ধির লক্ষ্যে কায়রোতে ধারাবাহিকভাবে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন মুহাম্মদ রাজ। এসব বৈঠকের মধ্যে উল্লেখযোগ্য হলো—

আরব বিশ্ব ও আফ্রিকা মহাদেশের প্রভাবশালী ফিলিস্তিনি রাষ্ট্রদূত দিয়াব আল লূহ, Egyptian Red Crescent Society-এর Executive Director ড. আমাল এমাম, জর্ডানে ফিলিস্তিনের Acting Ambassador, Egyptian Youth Council (EYC)-এর Chairman of the Board of Trustees মুহাম্মদ মামদুহ, মিশরে ফিলিস্তিনের Humanitarian Department-এর প্রধান মিসেস জিয়ান ড. মোহাম্মেদ মামদোহ (চেয়ারম্যান)

ইকোনমিক কমিটি ন্যাশনাল কাউন্সিল ফর হিউম্যান রাইটস (NCHR), মিশর, মিশরের প্রখ্যাত  শায়খ আলা’ আবদুল হাকিম মুহাম্মাদ বাকির শাযিলিয়্যাহ ও যাইনাবিয়্যা তরিকা সহ আরও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ বৈঠকগুলোতে সংশ্লিষ্ট সবাই মুহাম্মদ রাজ ও টিম হাফেজ্জীর মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।

Egyptian Red Crescent Society–এর এক্সিকিউটিভ ডিরেক্টর ড. আমাল এমাম

দেশের ভেতরেও মুহাম্মদ রাজ ও তাঁর সংগঠন দরিদ্র ও প্রান্তিক মানুষের জীবনে আশার আলো হয়ে উঠেছে। ব্যয়বহুল চিকিৎসা সহায়তা, নওমুসলিমদের সার্বিক পুনর্বাসন, বেকারদের কর্মসংস্থান সৃষ্টি, নলকূপ স্থাপন, মক্তব ও স্কুল প্রতিষ্ঠা, শীতবস্ত্র বিতরণ, রমজানের বাজার ও ঈদ উপহার বিতরণ—এসব নিয়মিত কার্যক্রমের মাধ্যমে তারা বিপর্যস্ত জনজীবনে মানবিক নিরাপত্তা ও মর্যাদা ফিরিয়ে আনার কাজ করে চলেছেন।

মানবিক কর্মকাণ্ডে অসামান্য অবদানের জন্য মুহাম্মদ রাজ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একাধিক সম্মাননায় ভূষিত হয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য—

International Peace Award 2024 (বাংলাদেশ), কায়রোতে বাংলাদেশ রাষ্ট্রদূতের হাত থেকে প্রাপ্ত Award 2024 এবং নেপালের কাঠমান্ডুতে সংস্কৃতি, পর্যটন ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী বারদী প্রসাদ পাণ্ডে-এর হাত থেকে প্রাপ্ত “Nepal–Bangladesh International Excellence Award”।

জ্ঞানে-গুণে সমৃদ্ধ, ব্যক্তিগত জীবনে অত্যন্ত বিনয়ী হলেও নীতি ও কর্মে মুহাম্মদ রাজ দৃঢ় ও আপসহীন। তিনি দেশের শীর্ষ আলেমগণের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে ব্যক্তি ও সাংগঠনিক জীবন পরিচালনা করেন। আলেমদের নিবিড় তত্ত্বাবধানেই পরিচালিত হয় হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ যা মানবিক কাজের ক্ষেত্রে স্বচ্ছতা, ইখলাস ও দায়িত্বশীলতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের সভাপতি হলেন মুফতী মাহফুজুল হক (বেফাক মহাসচিব)।

লেখক:  সিনিয়র শিক্ষক, ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট মালিবাগ ঢাকা

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ