চলতি মাসেই অনুষ্ঠিত হচ্ছে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষা। এই পরীক্ষার প্রবেশপত্র ও নেগরান-মুমতাহিন নিয়োগপত্র ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছে বেফাক।
সোমবার (৫ জানুয়ারি) বেফাকের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অন্তর্ভুক্ত সকল মাদরাসার মুহতামিমগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসন্ন ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার প্রবেশপত্র ও নেগরান-মুমতাহিন নিয়োগপত্র বিতরণ শুরু হয়েছে। আপনারা নিজ নিজ মারকাযের সাথে যোগাযোগ করে পরীক্ষার্থীদের প্রবেশপত্র সংগ্রহ করুন।
এবারের বেফাক কেন্দ্রীয় পরীক্ষা ২৭ রজব/১৭ জানুয়ারি শনিবার শুরু হয়ে ৪ শাবান/২৪ জানুয়ারি পরীক্ষা শনিবার শেষ হবে। শুক্রবারসহ মোট আট দিন এই পরীক্ষা নেওয়া হবে।
এনএইচ/