সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬ ।। ২১ পৌষ ১৪৩২ ।। ১৬ রজব ১৪৪৭

শিরোনাম :
‘নবীন আলেমের ক্যারিয়ার ভাবনা’ বাজারে আন্তর্জাতিক মানবিক অঙ্গনে বাংলাদেশের গর্ব নওমুসলিম মুহাম্মদ রাজ ঢাকাগামী চলন্ত ট্রেনের হুক ছিঁড়ে দুই বগি বিচ্ছিন্ন তারেক-ফখরুলের সঙ্গে মাওলানা জুনায়েদ আল হাবীবের সৌজন্য সাক্ষাৎ একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না: তারেক রহমান নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক: সিইসি এ সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার কাজ শেষ করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা দেশজুড়ে ঠান্ডাজনিত রোগে হাসপাতালে ভর্তি প্রায় ১  লাখ জাতীয় নির্বাচনে ৭২৩ প্রার্থীর মনোনয়ন বাতিল, কোন দলে কত জন? ভেনেজুয়েলার পর এবার কলম্বিয়া ও কিউবায় সরকার পতনের হুঁশিয়ারি ট্রাম্পের

নেত্রকোনার দুর্গাপুরে বিএনপির হামদ নাত ও আজান প্রতিযোগিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাসউদুর রহমান ফকির

পবিত্র মাহে রমজান মাসে নেত্রকোনার দুর্গাপুরে শুরু হচ্ছে ২ দিন ব্যাপী কোরআনের আলো হিফজুল কোরআন, হামদ-নাত ও আজান প্রতিযোগিতা।

দুর্গাপুর উপজেলা বিএনপির আয়োজনে ও কেন্দ্রীয় বিএনপি আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আগামী ১৭ ও ১৮ই মার্চ দুর্গাপুর পৌর শহরের অডিটোরিয়ামে হবে এই প্রতিযোগিতা । প্রতিদিন সকাল ১০ টা থেকে আছর পর্যন্ত চলবে।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার বলেন, কুরআনের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি ও তাদের মধ্যে ইসলামের মূল্যবোধ সঞ্চারের জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে। এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা কুরআনের আলোতে জীবন গঠনে উৎসাহিত হবে।

দুর্গাপুর পৌর যুবদলের সদস্য সচিব আল ইমরান সম্রাট গণি বলেন, পবিত্র রমজানের শিক্ষা মানুষের জীবনকে আলোকিত করে। এই বরকতময় মাসে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য হামদ নাত ও আজান প্রতিযোগিতার আয়োজন সবার জন্য এক আনন্দের উপলক্ষ্য।

কেন্দ্রীয় বিএনপি আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন,ছাত্র-তরুণ প্রজন্মকে ইসলামের দীক্ষায় উজ্জীবিত এবং অনুপ্রাণিত করার লক্ষ্যে আমাদের এই প্রয়াস। এ কাজে সকলের সহযোগিতা কামনা করছি।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ