জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি এবং দারুল উলুম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস মাওলানা সাইয়েদ আরশাদ মাদানী বলেছেন, খতমে বুখারি অনুষ্ঠান ফুল দেওয়া ও ছবি তোলার জন্য নয়, বরং এটি অশ্রু ঝরানোর সময়।
গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দারুল উলুম দেওবন্দের বার্ষিক পুরস্কার বিতরণী জলসায় দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা আরশাদ মাদানী বলেন, আল্লাহর কসম! আমি এই দরসগাহে খতমে বুখারির দিন বহু মানুষকে কাঁদতে কাঁদতে বেহুঁশ হয়ে যেতে দেখেছি। এমনকি তাদেরকে তুলে নিয়ে যেতে হয়েছে।
ভারতীয় মুসলিমদের এই অভিভাবক বলেন, এগুলো (ফুল দিয়ে সাজানো, ছবি তোলা) আকাবিরদের নীতি-আদর্শ পরিপন্থী। আর দারুল উলুম দেওবন্দ টিকে থাকতে পারে শুধু আকাবিরদের পদাঙ্ক অনুসরণের মাধ্যমে।
তিনি বলেন, সাইয়িদুনা হজরত আবু বকর সিদ্দিক রা. ইরশাদ করেছিলেন: أينقص الدَّين وأنا حي؟
‘দীন হ্রাস পাবে আর আমি জীবিত?’ বরং আমি বলি- ‘আমার জীবদ্দশায় দারুল উলুম দেওবন্দ যদি পূর্বসূরিদের আদর্শ থেকে বিচ্যুত হয়, তাহলে আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই।
এনএইচ/