বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নুরুল হক বলেছেন, সেক্যুলার শিক্ষাব্যবস্থা মানুষের নৈতিকতা শেখায় না। এ শিক্ষাব্যবস্থা মানুষকে কেবল সনদধারী করে তুলছে, প্রকৃত অর্থে মানুষ হিসেবে গড়ে তুলতে পারছে না।
শুক্রবার (২ জানুয়ারি) জাবাল-ই-নূর ফাউন্ডেশনের উদ্যোগে মানিকগঞ্জে দাখিল মাদরাসা শাখার সবক প্রদান উপলক্ষে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রফেসর নুরুল হক বলেন, শিক্ষার মূল উদ্দেশ্য শুধু কর্মসংস্থান নয়; বরং নৈতিকতা, মানবিকতা ও মূল্যবোধসম্পন্ন মানুষ তৈরি করা। কিন্তু বর্তমান শিক্ষা ব্যবস্থায় নৈতিক শিক্ষার ঘাটতির কারণে সমাজে অপরাধ, অনৈতিকতা ও অবক্ষয় বাড়ছে। তিনি আরো বলেন, ইসলামি শিক্ষা মানুষের চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কুরআন ও সুন্নাহভিত্তিক শিক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থী সৎ, ন্যায়পরায়ণ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠে। মাদরাসা শিক্ষা ব্যবস্থায় নৈতিকতা ও আখলাককে সর্বাধিক গুরুত্ব দেয়া হয়, যা বর্তমান সমাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।
অনুষ্ঠানে জাবাল-ই-নূর ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল মো. তৌহিদ হোসেনের সঞ্চালনায় মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মো.আতিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নেতা প্রিন্সিপাল মাওলানা দেলোয়ার হোসাইন, জেলা আমির হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম এবং বেগম জরিনা ডিগ্রি কলেজের প্রিন্সিপাল মো. আব্দুল করিম বিশ্বাস।
এনএইচ/