সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করুন: সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদ গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মরক্কোতে হাজারো মানুষের বিক্ষোভ দাওয়াত ও তাবলিগের নীরব বিপ্লব ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য-কানাডা ও অস্ট্রেলিয়া গ্রেপ্তার এড়াতে বাস পাল্টায়, গন্ধে ১৪ কেজি গাঁজাসহ ধরা খেল তরুণী দুপুরের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস সত্তর হাজার কালেমা পড়লে কি মাগফিরাত পাওয়া যায়? ঢাবির হল রিডিংরুমে বসছে এসি, সংস্কার হবে ক্যান্টিনও: ডাকসু জিএস ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসা ছাত্রী, অভিযুক্ত জামায়াতকর্মী গ্রেপ্তার. ইসলামকে একটি বার সুযোগ দেওয়ার অনুরোধ শায়খে চরমোনাইয়ের

মহাসমাবেশে দাওয়াত নিয়ে শায়খে যাত্রাবাড়ীর কাছে হেফাজত নেতারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী ৩ মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সেই মহাসমাবেশ সফল করতে সংগঠনের নেতারা সারাদেশে সফর করছেন। এর অংশ হিসেবে বিশেষ দাওয়াত প্রদান এবং পরামর্শ ও দোয়া নিতে হেফাজতে ইসলামের একটি প্রতিনিধি দল যাত্রাবাড়ী বড় মাদরাসায় সফর করেছেন। 

সেখানে হেফাজত নেতারা আল-হাইয়্যাতুল উলয়ার চেয়ারম্যান, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি, মজলিসে দাওয়াতুল হকের আমিরুল ‍উমারা আল্লামা মাহমূদুল হাসানের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁকে মহাসমাবেশের বিশেষ দাওয়াত দেন এবং পরামর্শ ও দোয়া চান। 

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা হাসান জামিল প্রমুখ।

এদিকে মহাসমাবেশ সফল করার লক্ষে আজ বেলা ১২টায় হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জামিয়া শারইয়্যা মালিবাগ মাদরাসায় সফর করেন। মাদরাসার মুহতামিম মুফতী আবু সাঈদ প্রতিনিধিদের শুভেচ্ছা জানান।

প্রতিনিধি দলে আরও ছিলেন, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, অর্থ সম্পাদক মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা আবু সাবের আব্দুল্লাহ, মাওলানা আহমদ মায়মুন প্রমূখ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ