মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

রোহিঙ্গা নারীকে জন্মসনদ দেওয়ায় রংপুরে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রংপুরের বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবু বকর সিদ্দীককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে ওই তথ্য জানা গেছে। মুঠোফোনে এর সত্যতা নিশ্চিত করেছেন মাহমুদুল হাসান।

এক রোহিঙ্গা নারীকে জন্মসনদ দেওয়ার অভিযোগে শেখ আবু বকর সিদ্দীকের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে চূড়ান্তভাবে অপসারণের জন্য কারণ দর্শানোর নোটিশ দিয়ে ১০ কার্যদিবসের মধ্যে জবাব চাওয়া হয়েছে।

ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ আবু বকর সিদ্দীক উম্মেকলিমা নামের এক রোহিঙ্গা নাগরিককে জন্মসনদ দিয়েছেন। তদন্তে সুস্পষ্টভাবে তা প্রমাণিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগ থেকে আপনাকে (আবু বকর সিদ্দীক) ১৭ এপ্রিল সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯–এর ৩৪ (৪)(খ)(ঘ) ধারায় অপরাধ সংঘটিত করায় আপনার পদ থেকে আপনাকে কেন অপসারণ করা হবে না, তা পত্র পাওয়ার ১০ কার্যদিবসের মধ্যে রংপুর জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে জবাব দিতে বলা হয়েছে।’

এ ব্যাপারে দামোদরপুর ইউপির চেয়ারম্যান শেখ আবু বকর সিদ্দীক বলেন, ‘আমি কোনো রোহিঙ্গা নাগরিককে জন্মসনদ দিইনি। স্থানীয় সরকার বিভাগ থেকে আমাকে সাময়িক বরখাস্ত করার খবর জানার পরেই আমি হাইকোর্টের দ্বারস্থ হয়েছি।’

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ