শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৭ শাওয়াল ১৪৪৬


কাউন্সিল বাস্তবায়নে প্রস্তুত জমিয়ত, আজ সন্ধ্যায় মজলিসে আমেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী ইসলামি সংগঠন জমিয়তে উলামায়ে ইসলামের জাতীয় কাউন্সিল আগামীকাল শনিবার (২৬ এপ্রিল) অনুষ্ঠিত হবে। কাউন্সিল বাস্তবায়নের প্রস্তুতি সম্পন্ন হওয়ার পথে। আগামীকাল জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এই কাউন্সিলে সারাদেশ থেকে কাউন্সিলররা অংশ নেবেন। এর আগে আজ শুক্রবার (২৫ এপ্রিল) বাদ মাগরিব কেন্দ্রীয় কার্যালয়ে মজলিসে আমেলার বৈঠক ডাকা হয়েছে। সেখানে নতুন কমিটির ব্যাপারে আলোচনাসহ আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হবে।

গতকাল বৃহস্পতিবার জমিয়তের কেন্দ্রীয় কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে দলের সিনিয়র নায়েবে আমির মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা আব্দুর রব ইউসুফী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীসহ কেন্দ্রীয় ও মহানগরের নেতারা উপস্থিত ছিলেন। কাউন্সিল বাস্তবায়নের নানা দিক নিয়ে তারা আলোচনা করেন। পরে সারাদেশ থেকে কাউন্সিলরদের অংশগ্রহণের দাওয়াত দেওয়া হয়।

জমিয়তের সবশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয় ২০২১ সালের ২৩ ডিসেম্বর। সেই কাউন্সিলে মাওলানা জিয়া উদ্দিনকে সভাপতি, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে মহাসচিব ও মাওলানা উবায়দুল্লাহ ফারুককে সিনিয়র সহসভাপতি করে ১৮৯ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।

এবারের কাউন্সিলে জমিয়তের কেন্দ্রীয় কমিটিতে বেশ কিছু পরিবর্তন আসতে পারে বলে জানা গেছে। শীর্ষ পদেও আসতে পারে পরিবর্তন। যুক্ত হতে পারে নির্বাহী সভাপতির পদ। এছাড়া নেতৃত্বের ক্ষেত্রে তরুণদের এগিয়ে দেওয়ার ভাবনা রয়েছে দলটির।

এনএইচ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ