মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

হেফাজতের হয়রানিমূলক মামলা প্রত্যাহার হচ্ছে: আইন উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হেফাজতে ইসলামের নেতাকর্মীদের ওপর স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার যেসব হয়রানিমূলক মামলা দায়ের করেছিল সেগুলো প্রত্যাহার হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

তিনি জানিয়েছেন, হেফাজত নেতারা তাঁর সঙ্গে দেখা করে মামলা প্রত্যাহারের আবেদন জানিয়েছেন। তিনি সেই আবেদন সাড়া দিয়েছেন এবং মামলার তালিকা চেয়েছেন। বুধবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে আইন উপদেষ্টা এই কথা জানান।

আসিফ নজরুল তাঁর ফেসবুক পেইজে লিখেন- ‘ইসলাম বিদ্বেষী হাসিনা সরকারের আমলে আলেম-উলামাদের বিরুদ্ধে বহু রকম নির্যাতন ও হয়রানি করা হয়েছিল। এর একটা পদ্ধতি ছিল মিথ্যে মামলা প্রদান।

কিছুদিন আগে হেফাজতে ইসলামের নেতারা এসে মামলার তালিকা দিয়ে গেছেন। উনাদের বিরুদ্ধে রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

আইন উপদেষ্টা আরও লিখেন- ‘উনারা ফারাবীর বিষয়ে সাহায্য করার অনুরোধ করেছেন। এটি উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। আমরা অ্যাটর্নি জেনারেল অফিসকে বলেছি ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য।’

আইন উপদেষ্টার সবার কাছে দোয় চেয়ে বলেন- ‘দোয়া করবেন, সকল মজলুম মানুষের জন্য যেন কাজ করতে পারি।’

প্রসঙ্গত, ২০১৩ সাল থেকে নিয়ে ২০২১ সাল পর্যন্ত বিভিন্ন ইস্যুতে শেখ হাসিনা সরকার হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে শতাধিক মামলা দিয়েছে।

সংগঠনটি এসব মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে আসছে দীর্ঘদিন ধরে। আগামী ৩ মে সোহরাওয়ার্দী উদ্যানে যে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে এর অন্যতম দাবি হিসেবে রয়েছে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ