মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

তৃতীয় দফায় হজের ভিসা ইস্যুর মেয়াদ বাড়াতে আবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

তৃতীয় দফায় হজের ভিসা ইস্যুর সময় বাড়াতে সৌদি সরকারের কাছে আবেদন করেছে ধর্ম মন্ত্রণালয়। শনিবার (১১ মে) এ তথ্য জানিয়েছেন ঢাকা হজ অফিসের পরিচালক মুহাম্মদ কামরুজ্জামান।

তিনি জানান, এখন পর্যন্ত ২০ হাজার হজযাত্রীর ভিসা হয়নি। তবে এ দফায় আর কিছুদিন সময় বাড়ালে সবার ভিসা হয়ে যাবে। সরকারিভাবে নিবন্ধিত কারও ভিসা হতে বাকি নেই। যাদের ভিসা হয়নি, তারা সবাই বেসরকারিভাবে নিবন্ধিত। এ সময় কোনো এজেন্সির গাফিলতি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

এর আগে প্রথম দফায় গত ২৯ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত হজের ভিসা ইস্যুর সময় বাড়ায় সৌদি সরকার। সেই দফায়ও সবার ভিসা কার্যক্রম শেষ না হওয়ায় দ্বিতীয় দফায় গত ১১ মে পর্যন্ত সময় বাড়ানো হয়। এই সময়ের মধ্যেও ভিসা কার্যক্রম সম্পন্ন না হওয়ায় তৃতীয় দফায় সময় বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে।

এদিকে, শনিবার সকালে আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিনে জানানো হয়েছে, এখন পর্যন্ত ৫৩ হাজার ৮৯৯ হজযাত্রীর ভিসা হয়েছে। এ বছর সরকারি-বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে মোট ৮৫ হাজার ২৫৭ জন হজ করতে যাবেন। সেই হিসাবে এখনো ৩৭ শতাংশ হজযাত্রীর ভিসা হয়নি।

অন্যদিকে, গত বৃহস্পতিবার (৯ মে) থেকে শুরু হয়ে শুক্রবার (১০ মে) পর্যন্ত পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরব গেছেন দেশের ৬ হাজার ৩৯২ জন হজযাত্রী। এর মধ্যে বৃহস্পতিবার (প্রথম দিন) পবিত্র হজ পালনে বাংলাদেশ থেকে সাতটি ফ্লাইটে সৌদি আরব গেছেন ২ হাজার ৭৬৯ জন যাত্রী। আর শুক্রবার (দ্বিতীয় দিন) ৯টি ফ্লাইটে সৌদি আরব গেছেন ৩ হাজার ৬২৩ জন হজযাত্রী।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ