মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

এপ্রিলে কতবার কত কমল-বাড়ল স্বর্ণের দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এপ্রিল মাসে স্বর্ণের দাম বাড়ার রেকর্ড গড়েছে। কিন্তু স্বর্ণের সেই দাম ধরে রাখতে পারেনি। দাম সর্বোচ্চ বাড়িয়ে পরবর্তীতে সাত ধাপে কমানো হয়েছে। এপ্রিলে ভালো মান বা ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি কমেছে ৩ হাজার ৩৩ টাকা।     

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, চলতি মাসের শুরুতে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ছিল ১ লাখ ১৪ হাজার ৭৪ টাকা। পরবর্তীতে দাম বেড়ে গত ১৮ এপ্রিল ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছিল এক লাখ ১৯ হাজার ৬৩৮ টাকাতে। এটি ছিল দেশের ইতিহাসে এখন পর্যন্ত স্বর্ণের সর্বোচ্চ দাম। পরে গত ২৩ এপ্রিল থেকে স্বর্ণের দাম কমতে শুরু করে। ওইদিন বিকেল ৪টা থেকে ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি তিন হাজার ১৩৮ টাকা কমিয়ে দাম হয়েছিল এক লাখ ১৬ হাজার ২৯০ টাকা। 

এর আগে গত ২১ এপ্রিল বিকেল ৪টা থেকে ২২ ক্যারেটের স্বর্ণের ভরিপ্রতি দাম ছিল এক লাখ ১৯ হাজার ৪২৮ টাকা। ওইদিন শেষবারের মতো বেড়েছিল স্বর্ণের দাম। পরে সপ্তম ধাপে কমে গতকাল মঙ্গলবার বিকেল ৪টা থেকে স্বর্ণের ভরিপ্রতি দাম এক লাখ ১১ হাজার ৪১ টাকায় দাঁড়িয়েছে। টানা সাত দফায় ভালো মানের বা ২২ ক্যারেটের স্বর্ণের দাম আট হাজার ৩৮৭ টাকা কমেছে। কিন্তু চলতি মাস হিসেবে ভরিপ্রতি কমেছে ৩ হাজার ৩৩ টাকা। 

গত সোমবার বিকেল ৪টা থেকে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ছিল এক লাখ ১১ হাজার ৪৬১ টাকা। এর আগে গত রোববার বিকেল সাড়ে ৪টা থেকে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ছিল এক লাখ ১২ হাজার ৬১৬ টাকা। এ ছাড়া গত শনিবার বিকেল সাড়ে ৪টা থেকে স্বর্ণের ভরিপ্রতি দাম নির্ধারণ হয়েছিল এক লাখ ১২ হাজার ৯৩১ টাকা, গত ২৫ এপ্রিল এক লাখ ১৩ হাজার ৫৬১ টাকা, ২৪ এপ্রিল এক লাখ ১৪ হাজার ১৯০ টাকা এবং ২৩ এপ্রিল এক লাখ ১৬ হাজার ২৯০ টাকা। 

এর আগে ২০ এপ্রিল বিকেল সাড়ে ৪টা থেকে স্বর্ণের ভরিপ্রতি দাম নির্ধারণ হয়েছিল ১ লাখ ১৮ হাজার ৭৯৮ টাকা। ৮ এপ্রিল ভরিপ্রতি দাম ছিল ১ লাখ ১৭ হাজার ৫৭৩ টাকা এবং ৬ এপ্রিল ভরিপ্রতি দাম ১ লাখ ১৫ হাজার ৮২৪ টাকা। কিন্তু এপ্রিলের শুরুতে ভরিপ্রতি স্বর্ণের দাম ছিল ১ লাখ ১৪ হাজার ৭৪ টাকা। 

আগে স্বর্ণের দাম আপডেট অনিয়মিত ছিল জানিয়ে স্বর্ণ বিক্রেতারা জানান, বর্তমানে প্রত্যেক দিন স্বর্ণের দাম আপডেট হচ্ছে। এটা আন্তর্জাতিক নিয়ম। এই নিয়মের সাথে দেশের ক্রেতা-বিক্রেতারা অভ্যস্ত ছিল না। প্রতিদিন দাম নির্ধারণ হচ্ছে এটা ভালো। দেশের মানুষের কাছে এ বিষয়টি অভ্যস্ত হতে কিছুটা সময় লাগবে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ