ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠালগ্ন থেকেই ইসলামি আদর্শের আলোকে ন্যায়ভিত্তিক কল্যাণরাষ্ট্র গঠনের লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং শিক্ষার্থীদের নৈতিকতা, আদর্শ ও ইসলামী মূল্যবোধে উজ্জীবিত করাই সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
বর্তমান প্রেক্ষাপটে ছাত্র রাজনীতিতে আদর্শিক দুর্বলতা, দিকভ্রান্তি, সহিংসতা ও অনৈতিকতার যে গভীর সংকট দেখা দিয়েছে, তা থেকে উত্তরণে একটি আদর্শভিত্তিক, শৃঙ্খলাবদ্ধ ও জনকল্যাণমুখী ছাত্রসংগঠন হিসেবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ অপরিহার্য ভূমিকা পালন করতে পারে। একই সঙ্গে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে দেশি-বিদেশি সকল প্রকার আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে আপসহীন-নো কম্প্রোমাইজ অবস্থান গ্রহণ করতে হবে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১০টা থেকে দিনব্যাপী রাজধানীর আত্-ত্বরীক মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় মজলিসে শুরা অধিবেশনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ। শুরা অধিবেশনে সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ।
কেন্দ্রীয় সভাপতি তার বক্তব্যে আরও বলেন, সংগঠনের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সর্বস্তরের দায়িত্বশীলকে ঈমানী চেতনা, আন্তরিকতা, নিষ্ঠা ও ত্যাগের মানসিকতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে। সাংগঠনিক শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখে পরিকল্পিতভাবে দাওয়াত, প্রশিক্ষণমূলক ও সৃজনশীল কার্যক্রম পরিচালনার মাধ্যমে শিক্ষাঙ্গনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর অবস্থানকে আরও সুদৃঢ় করতে হবে।
দিনব্যাপী কেন্দ্রীয় মজলিসে শুরা অধিবেশনে সংগঠনের ২০২৬ সেশনের জন্য বাস্তবভিত্তিক, সময়োপযোগী ও লক্ষ্যনির্ভর বার্ষিক পরিকল্পনা উপস্থাপন ও সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি খায়রুল আহসান মারজান ও ইমরান হোসাইন নূর, জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ ফয়জুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আশিকুল ইসলাম, তথ্য-গবেষণা ও প্রযুক্তি সম্পাদক কামরুল ইসলাম, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাইমুন ইসলাম মিঠুন, অর্থ ও কল্যাণ সম্পাদক আহমাদ শাফি, আইন ও মানবাধিকার সম্পাদক ইউসুফ পিয়াস, দফতর ও যোগাযোগ সম্পাদক আশিক মাদবর, প্রকাশনা সম্পাদক শেখ মুহাম্মাদ মাহদী ইমাম, পরিকল্পনা ও পাঠাগার সম্পাদক আরিফুল ইসলাম খান লিখন, জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পাদক ইব্রাহিম নাসরুল্লাহ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক তুহিন মালিক, স্কুল ও কলেজ সম্পাদক সাইফ মুহাম্মদ আলাউদ্দিন, কওমি মাদরাসা সম্পাদক সাঈদ আবরার, প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পাদক আব্দুর রহমান, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য বি এম মাহদী আল হাসান, সোহরাব হোসেন ফজলে, তানভীর আহমাদ শোভনসহ কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্যবৃন্দ।