বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জোটে ভোট কাটে রাজনীতির ঠোঁট ভারতের প্রেসক্রিপশনে আন্দোলন সফল হতে দেবে না জনগণ: মাওলানা ইউসুফী ‘বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি স্কুল-কলেজে ধর্মীয় শিক্ষক নিয়োগের চেষ্টা করব’ বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে

গাজায় বোমা বিস্ফোরণে ৫ ইসরাইলি সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উত্তর গাজার বেইত হানুনে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে পাঁচ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ সেনা, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার (৭ জুলাই) রাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল।

ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, রাত ১০টার কিছু পর গাজার বেইত হানুনে স্থল অভিযানে অংশ নেওয়া পদাতিক সেনারা ওই বিস্ফোরণের শিকার হন। তারা হেঁটে অভিযানে অংশ নিচ্ছিলেন, কোনো যানবাহনে ছিলেন না।

নিহত পাঁচ সেনার মধ্যে দুইজনের পরিচয় প্রকাশ করা হয়েছে। তারা হলেন:

স্টাফ সার্জেন্ট মেয়ার শিমোন আমার (২০)

সার্জেন্ট মোশে নিসিম ফ্রেচ (২০)

তারা দুজনেই জেরুজালেমের বাসিন্দা এবং আইডিএফ-এর কফির ব্রিগেডের নেতজাহ ইয়েহুদা ব্যাটালিয়নের সদস্য ছিলেন।

বাকি নিহতদের নাম পরে প্রকাশ করবে আইডিএফ।

বিস্ফোরণের পর হতাহতদের উদ্ধার করতে গিয়ে এলাকায় গোলাগুলির ঘটনাও ঘটে। আহত ১৪ সেনার মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

আইডিএফ জানিয়েছে, অভিযানের আগে ওই এলাকায় বিমান হামলা চালানো হয়েছিল। তারপরও মাইন বিস্ফোরণে সেনারা হতাহত হন, যা তাদের জন্য বড় ধরনের ধাক্কা বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, নেতজাহ ইয়েহুদা ব্যাটালিয়নের সেনারা গাজা ডিভিশনের উত্তর ব্রিগেডের অধীনে কাজ করছে। তারা বর্তমানে বেইত হানুনে ৬৪৬তম রিজার্ভ প্যারাট্রুপার্স ব্রিগেডের সঙ্গে যৌথ আক্রমণ পরিচালনা করছে। অভিযানের লক্ষ্য—এলাকায় সক্রিয় স্বাধীনতাকামী যোদ্ধাদের সম্পূর্ণ নির্মূল করা।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ