বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জোটে ভোট কাটে রাজনীতির ঠোঁট ভারতের প্রেসক্রিপশনে আন্দোলন সফল হতে দেবে না জনগণ: মাওলানা ইউসুফী ‘বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি স্কুল-কলেজে ধর্মীয় শিক্ষক নিয়োগের চেষ্টা করব’ বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে

ইসরায়েলকে গোপনে সহযোগিতার অভিযোগ সৌদির বিরুদ্ধে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রকাশ্যে ইসরায়েলের হামলার নিন্দা জানালেও গোপনে তেল আবিবকে সহযোগিতার অভিযোগ উঠেছে সৌদি আরবের বিরুদ্ধে। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম ‘ইসরায়েল হাইয়োম’-এর অনুসন্ধানী প্রতিবেদনের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে প্রেস টিভি।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রকাশ্যে ইসরায়েলি আগ্রাসনের বিরোধিতা করলেও বাস্তবে ইরানের ড্রোন হামলা প্রতিহত করতে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রতিবেশী জর্ডান, ইরাক এবং নিজ দেশের আকাশসীমায় হেলিকপ্টার মোতায়েন করে বিস্ফোরকবোঝাই ড্রোন ধ্বংস করেছে রিয়াদ। আঞ্চলিক আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরব যে পদক্ষেপ নিয়েছে, তা ইসরায়েলকে পরোক্ষভাবে সহযোগিতার শামিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তবে এ বিষয়ে সৌদি আরব এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।

ইরান-ইসরায়েল ১২ দিনের সাম্প্রতিক সংঘাতে তেহরান একা লড়াই করলেও ইসরায়েলকে সরাসরি ও পরোক্ষভাবে সহযোগিতা করেছে বেশ কয়েকটি পশ্চিমা ও আঞ্চলিক দেশ। ইরানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স প্রকাশ্যেই ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে। মুসলিম দেশ জর্ডানের বিরুদ্ধেও ইরানের হামলা মাঝপথে ঠেকানোর অভিযোগ রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, সৌদি আরব প্রকাশ্যে ইরানের বিরুদ্ধে অবস্থান না নিলেও, কোনো উসকানি ছাড়াই ইরানের ভূখণ্ডে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছিল রিয়াদ। একই সঙ্গে তারা সতর্ক করে দিয়েছিল, সৌদি আকাশসীমা ব্যবহার করে ইরানের বিরুদ্ধে হামলা চালানোর অনুমতি দেওয়া হবে না।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী বিমানবাহিনীর মালিক সৌদি আরব। দেশটির কাছে থাকা আধুনিক ফাইটার জেট, এয়ার ডিফেন্স সিস্টেমসহ অধিকাংশ সমরাস্ত্রই এসেছে যুক্তরাষ্ট্র থেকে, যা ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র।

অন্যদিকে, গাজায় দীর্ঘ ২১ মাস ধরে চলমান ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে সৌদি আরবের শক্ত অবস্থান গ্রহণে ব্যর্থতার কারণে দেশটির সমালোচনা বাড়ছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ