বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জোটে ভোট কাটে রাজনীতির ঠোঁট ভারতের প্রেসক্রিপশনে আন্দোলন সফল হতে দেবে না জনগণ: মাওলানা ইউসুফী ‘বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি স্কুল-কলেজে ধর্মীয় শিক্ষক নিয়োগের চেষ্টা করব’ বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে

ত্রাণকেন্দ্রে ফিলিস্তিনিদের উপর গুলি চালাল ইসরায়েল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

গাজায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র–সমর্থিত বিতর্কিত ত্রাণ বিতরণকেন্দ্রের সাবেক নিরাপত্তাকর্মী বলেন, তিনি কয়েকবার এসব কেন্দ্রে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর গুলি চালাতে দেখেছেন। ত্রাণ বিতরণকেন্দ্রের নিরাপত্তাকর্মীরা নিরীহ ফিলিস্তিনিদের ওপর মেশিনগানসহ বিভিন্ন অস্ত্র থেকে গুলি চালিয়েছেন।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) সাবেক এ কর্মী আরও বলেন, একবার নারী, শিশু ও বৃদ্ধদের একটি দল ত্রাণকেন্দ্র থেকে সরতে দেরি করছিল দেখে এক নিরাপত্তাকর্মী পর্যবেক্ষণ টাওয়ার থেকে মেশিনগান দিয়ে গুলি চালিয়েছিলেন তাদের উপর।

তবে জিএইচএফ-এর দাবি, এসব অভিযোগ একেবারেই মিথ্যা। তারা বলেছে, তাদের ত্রাণ বিতরণকেন্দ্রে কখনো কোনো বেসামরিক মানুষকে গুলি করা হয়নি।

জিএইচএফ গত মে মাসের শেষ দিকে গাজায় তাদের কার্যক্রম শুরু করে। দক্ষিণ ও মধ্য গাজার কয়েকটি কেন্দ্র থেকে সীমিত পরিমাণে ত্রাণ বিতরণ করা হয়। এর আগে ইসরায়েল টানা ১১ সপ্তাহ গাজা পুরোপুরি অবরোধ করে রেখেছিল। এর ফলে সেখানে কোনো খাবার ঢুকতে পারেনি।

তবে জিএইচএফের এ বিতরণব্যবস্থা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। কারণ, এ ব্যবস্থার আওতায় হাজার হাজার মানুষকে সক্রিয় যুদ্ধক্ষেত্র পেরিয়ে হাতেগোনা কয়েকটি কেন্দ্রে যেতে বাধ্য করা হয়। জাতিসংঘ ও স্থানীয় চিকিৎসকদের তথ্য বলছে, জিএইচএফ কার্যক্রম শুরু করার পর থেকে ত্রাণ নিতে যাওয়ার সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে ছয়শ’র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ইসরায়েল দাবি করছে, নতুন এই বিতরণব্যবস্থা চালুর ফলে গাজার সশস্ত্র সংগঠন হামাসের হাতে ত্রাণ পৌঁছানো বন্ধ হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ