বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ইসলামি আইন চালু হলে অধিকার নিয়ে আন্দোলন করতে হবে না: মুজিবুর রহমান পাবলিক ট্রান্সপোর্টে যৌন হয়রানি: নিজেকে সুরক্ষিত রাখুন ৯ জেলায় জনবল নিয়োগ দিচ্ছে আকিজ গ্রুপ  ‘আমেরিকা কিছুটা সার্বভৌমত্ব হারিয়েছে’, জোহরান মামদানির জয়ে ট্রাম্পের প্রথম প্রতিক্রিয়া চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই মাসনা মাদরাসার  বার্ষিক মাহফিল—আত্মশুদ্ধি ও রূহানিয়্যাতের মহামিলন সৌদিতে সভা-সমাবেশ নিয়ে কঠোর সতর্কতা বাংলাদেশ দূতাবাসের ট্রাম্পের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় জোহরান মামদানির প্রধান উপদেষ্টার কাছে জামায়াতে ইসলামীসহ ৮ দল স্মারকলিপি দেবে আজ প্রথম মুসলিম দেশ হিসেবে তামাক নিষিদ্ধের ঘোষণা দিল মালদ্বীপ

ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে ‘হ্যাঁ’ বলেনি হামাস 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ৬০ দিনের যুদ্ধবিরতির চুক্তি করতে প্রয়োজনীয় শর্ত মেনে নিয়েছে ইসরায়েল। বুধবার (২ জুলাই) ভোরে এমন তথ্য জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তার এমন ঘোষণার পর আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে হামাস। এতে তারা জানিয়েছে, তারা যুদ্ধবিরতি চায়। তবে এ যুদ্ধবিরতির মাধ্যমে গাজায় অবশ্যই স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হতে হবে। হামাস সরাসরি ট্রাম্পের প্রস্তাবে ‘হ্যাঁ’ বলেনি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, হামাস তার বিবৃতিতে বলেছে প্রস্তাবটি তারা পর্যালোচনা করছে এবং যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতাকারীদের সঙ্গে সিরিয়াস আলোচনা শুরুর জন্য তারা কাজ করছে।

হামাস আরও জানিয়েছে, তারা গাজার অন্যান্য গোষ্ঠীর সঙ্গে এ প্রস্তাব নিয়ে আলোচনা করবে। এরমাধ্যমে মূলত তারা কিছু সময় নেওয়ার চেষ্টা করবে।

কিন্তু হামাস এতে সরাসরি ইতিবাচক সাড়া দেয়নি কারণ, এই প্রস্তাবে স্থায়ী যুদ্ধবন্ধের সরাসরি কোনো বার্তা নেই। এটি হবে ৬০ দিনের যুদ্ধবিরতি। ওই সময় যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের আলোচনা হবে। কিন্তু যুদ্ধ যে বন্ধ হবে সেটির কোনো গ্যারান্টি নেই। আর হামাস এই গ্যারান্টিই চাচ্ছে। কারণ ইসরায়েলকে তারা কোনোভাবেই বিশ্বাস করে না।

সর্বশেষ চলতি বছরের শুরুতে দখলদারদের সঙ্গে হামাসের অস্থায়ী যুদ্ধবিরতি হয়েছিল। ওই সময় কথা ছিল যুদ্ধবিরতি চলাকালীন যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনা হবে। কিন্তু দখলদাররা পবিত্র রমজান মাসে মাঝরাতে গাজার ওপর আবারও বর্বরতা শুরু করে।

সূত্র: আলজাজিরা

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ