মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ ।। ১৭ আষাঢ় ১৪৩২ ।। ৬ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার ইসলাহি মজলিস বৃহস্পতিবার ‘জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে না পারা এই সরকারের বড় ব্যর্থতা’ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, ইরানে নতুন আইন ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান ইরানি সুন্নি আলেমদের মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের গৌরবময় অর্জন আফগানিস্তানে অনৈসলামিক কার্যকলাপের অভিযোগে গুঁড়িয়ে দেয়া হল মাজার দুঃখ প্রকাশ না করা পর্যন্ত শান্তি পাবে না: আ. লীগকে শফিকুল আলম জুলাই বিক্রি হয়ে গেছে : আবু ত্ব-হা মুহাম্মদ আদনান আলিম পরীক্ষায় শেখ মুজিবকে নিয়ে প্রশ্ন, ছাত্রদের ক্ষোভ প্রকাশ হাসিনা ও তার দলের প্রতি আপনাদের মনোযোগ যথাযথ না থাকলে ইনসাফ হবে না

গাজায় লাগাতার হামলা, প্রাণ গেল আরও ৯৫ ফিলিস্তিনির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের লাগাতার হামলায় আরও ৯৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ। ইসরায়েলি বাহিনীর হামলার লক্ষ্য ছিল ক্যাফে, স্কুল ও ত্রাণ বিতরণ কেন্দ্রসহ বিভিন্ন জনবহুল এলাকা।

সোমবার (৩০ জুন) রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, উত্তর গাজার সমুদ্র তীরবর্তী ‘আল-বাকা’ নামের একটি ক্যাফেতে ওই হামলা চালানো হয়। সেখানে নারী-শিশুসহ অনেক মানুষ জন্মদিন উদযাপনে জড়ো হয়েছিলেন। নিহতদের মধ্যে ইসমাইল আবু হাতাব নামে একজন সাংবাদিকও রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, কোনো ধরনের পূর্বসতর্কতা ছাড়াই যুদ্ধবিমান থেকে বোমা ফেলা হয়।

এদিকে খান ইউনিসে বিতর্কিত ‘গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)’ পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রে হামলায় আরও অন্তত ১৫ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা হামাদা আবু জারাদে জানান, হামলার মাত্র পাঁচ মিনিট আগে তারা সরিয়ে নেওয়ার নোটিশ পান। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা কোথায় যাব বুঝতে পারছি না। ৬৩০ দিনের বেশি সময় ধরে কোনো সাহায্য পাচ্ছি না। প্রতিদিনই মৃত্যুর মুখোমুখি হচ্ছি।”

আল জাজিরা জানিয়েছে, ত্রাণের আশায় সারিবদ্ধ মানুষদের লক্ষ্য করেও ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার সুযোগ নিয়ে ইসরায়েলের এই নিষ্ঠুরতা চলছেই।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ