বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ইসলামি আইন চালু হলে অধিকার নিয়ে আন্দোলন করতে হবে না: মুজিবুর রহমান পাবলিক ট্রান্সপোর্টে যৌন হয়রানি: নিজেকে সুরক্ষিত রাখুন ৯ জেলায় জনবল নিয়োগ দিচ্ছে আকিজ গ্রুপ  ‘আমেরিকা কিছুটা সার্বভৌমত্ব হারিয়েছে’, জোহরান মামদানির জয়ে ট্রাম্পের প্রথম প্রতিক্রিয়া চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই মাসনা মাদরাসার  বার্ষিক মাহফিল—আত্মশুদ্ধি ও রূহানিয়্যাতের মহামিলন সৌদিতে সভা-সমাবেশ নিয়ে কঠোর সতর্কতা বাংলাদেশ দূতাবাসের ট্রাম্পের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় জোহরান মামদানির প্রধান উপদেষ্টার কাছে জামায়াতে ইসলামীসহ ৮ দল স্মারকলিপি দেবে আজ প্রথম মুসলিম দেশ হিসেবে তামাক নিষিদ্ধের ঘোষণা দিল মালদ্বীপ

ইরানের সঙ্গে ১২ দিনের যুদ্ধ ছিল ‘ভয়ানক’: ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইনজামামুল হক 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের সঙ্গে সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধকে “ভয়ানক যুদ্ধ” হিসেবে আখ্যা দিয়ে বলেছেন, “সত্যি বলতে, ইসরায়েলও এই সংঘর্ষে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে।” ট্রাম্পের এই বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন ইরান ও ইসরায়েলের মধ্যে পারস্পরিক হামলার কারণে উত্তেজনা চরমে পৌঁছায়।

আল জাজিরা জানায়, যদিও তেহরান বারবার দাবি করে আসছে যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করছে না, মার্কিন প্রেসিডেন্ট আবারও অভিযোগ করেন, ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের খুব কাছাকাছি ছিল- মাত্র কয়েক সপ্তাহ দূরে।

ট্রাম্প আরও জানান, মার্কিন বাহিনী ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে তা ধ্বংস করেছে এবং ইসরায়েলও এসব স্থাপনায় আঘাত হানে। তবে বিভিন্ন ইরানি ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, ফোরদোর মতো কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা আংশিক ক্ষতিগ্রস্ত হলেও সম্পূর্ণ ধ্বংস হয়নি।

এদিকে, এই আক্রমণের বিষয়ে বিভিন্ন তথ্য ফাঁস হওয়ার ঘটনায় ট্রাম্প ক্ষোভ প্রকাশ করে বলেন, “যারা ইরানের ওপর মার্কিন আক্রমণের গোয়েন্দা তথ্য ফাঁস করেছে, তাদের বিচারের মুখোমুখি করা উচিত।”

উল্লেখ্য, গত ১৩ জুন শুক্রবার সকালে ইসরায়েল আন্তর্জাতিক আইন ও ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে তেহরানসহ বেশ কিছু শহরে হামলা চালায়। এ হামলায় ইরানের কয়েকজন পারমাণবিক বিজ্ঞানী, সামরিক কর্মকর্তা এবং ৬শতাধিক বেসামরিক নাগরিক প্রাণ হারান।

সূত্র: ফক্স নিউজ

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ