বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
পাবলিক ট্রান্সপোর্টে যৌন হয়রানি: নিজেকে সুরক্ষিত রাখুন ৯ জেলায় জনবল নিয়োগ দিচ্ছে আকিজ গ্রুপ  ‘আমেরিকা কিছুটা সার্বভৌমত্ব হারিয়েছে’, জোহরান মামদানির জয়ে ট্রাম্পের প্রথম প্রতিক্রিয়া চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই মাসনা মাদরাসার  বার্ষিক মাহফিল—আত্মশুদ্ধি ও রূহানিয়্যাতের মহামিলন সৌদিতে সভা-সমাবেশ নিয়ে কঠোর সতর্কতা বাংলাদেশ দূতাবাসের ট্রাম্পের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় জোহরান মামদানির প্রধান উপদেষ্টার কাছে জামায়াতে ইসলামীসহ ৮ দল স্মারকলিপি দেবে আজ প্রথম মুসলিম দেশ হিসেবে তামাক নিষিদ্ধের ঘোষণা দিল মালদ্বীপ 'বাঙ্গরাবাজার থানা’ উপজেলা হলে খুলে যাবে সম্ভাবনার নতুন দুয়ার

কলকাতার কলেজ ক্যাম্পাসে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কলকাতার একটি কলেজ ক্যাম্পাসে ওই কলেজেরই এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। জানা গেছে, অভিযুক্তরা সবাই ওই কলেজের ছাত্র এবং অন্তত একজনের সঙ্গে রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের সম্পৃক্ততা রয়েছে বলে স্বীকার করেছে সংগঠনটির নেতৃত্ব।

পুলিশ জানায়, গত ২৫ জুন আইন কলেজের ক্যাম্পাসেই ছাত্রীটিকে ধর্ষণ করা হয়। পরদিন বৃহস্পতিবার ওই ছাত্রী কসবা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ছাত্রীটির মেডিকেল পরীক্ষা করা হয় এবং তাৎক্ষণিক অভিযান চালিয়ে প্রথমে দু’জনকে সন্ধ্যায় এবং আরেকজনকে রাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের শুক্রবার আদালতে হাজির করা হলে বিচারক তাদের চারদিনের পুলিশ হেফাজতে পাঠানোর আদেশ দেন।

এ ঘটনায় জাতীয় মহিলা কমিশন স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ নিয়েছে। কমিশনের চেয়ারপার্সন বিজয়া রহাটকর কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

এদিকে, সংশ্লিষ্ট কলেজটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও কলেজ কর্তৃপক্ষের কাছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন চেয়ে পাঠিয়েছে।

ঘটনার সঙ্গে তৃণমূল ছাত্র সংগঠনের নাম জড়িয়ে যাওয়ায় বিষয়টি ইতিমধ্যেই রাজনৈতিক বিতর্কের রূপ নিয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ