বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ইসলামি আইন চালু হলে অধিকার নিয়ে আন্দোলন করতে হবে না: মুজিবুর রহমান পাবলিক ট্রান্সপোর্টে যৌন হয়রানি: নিজেকে সুরক্ষিত রাখুন ৯ জেলায় জনবল নিয়োগ দিচ্ছে আকিজ গ্রুপ  ‘আমেরিকা কিছুটা সার্বভৌমত্ব হারিয়েছে’, জোহরান মামদানির জয়ে ট্রাম্পের প্রথম প্রতিক্রিয়া চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই মাসনা মাদরাসার  বার্ষিক মাহফিল—আত্মশুদ্ধি ও রূহানিয়্যাতের মহামিলন সৌদিতে সভা-সমাবেশ নিয়ে কঠোর সতর্কতা বাংলাদেশ দূতাবাসের ট্রাম্পের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় জোহরান মামদানির প্রধান উপদেষ্টার কাছে জামায়াতে ইসলামীসহ ৮ দল স্মারকলিপি দেবে আজ প্রথম মুসলিম দেশ হিসেবে তামাক নিষিদ্ধের ঘোষণা দিল মালদ্বীপ

গাজায় আরও ৭২ ফিলিস্তিনির মৃত্যু একদিনে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর টানা হামলায় প্রতিদিন বাড়ছে প্রাণহানি। শুক্রবার (২৭ জুন) দিনের বিভিন্ন সময়ে চালানো হামলায় আরও অন্তত ৭২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৭৪ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি অভিযানে এখন পর্যন্ত গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ হাজার ৩৩১ জনে। আহত হয়েছেন আরও ১ লাখ ৩২ হাজার ৬৩২ জন।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরাইলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায়। এতে ১ হাজার ২০০ জন নিহত এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। এর পরই গাজায় অভিযান শুরু করে ইসরাইল।

দীর্ঘ ১৫ মাসের টানা হামলার পর চলতি বছরের ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের মধ্যস্থতায় যুদ্ধবিরতি শুরু হয়। তবে তা টিকেনি। গত ১৮ মার্চ থেকে ইসরাইল ফের বড় পরিসরে অভিযান শুরু করে। দ্বিতীয় দফার এ অভিযানে গত আড়াই মাসে গাজায় আরও ৬ হাজার ৮ জন নিহত এবং ২০ হাজার ৫৯১ জন আহত হয়েছেন।

এদিকে, হামাসের হাতে থাকা ২৫১ জন জিম্মির মধ্যে এখনো অন্তত ৩৫ জন জীবিত বলে ধারণা করছে ইসরাইলি বাহিনী। সামরিক অভিযানের মাধ্যমে তাদের উদ্ধারের চেষ্টা চলছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ