বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ইসলামি আইন চালু হলে অধিকার নিয়ে আন্দোলন করতে হবে না: মুজিবুর রহমান পাবলিক ট্রান্সপোর্টে যৌন হয়রানি: নিজেকে সুরক্ষিত রাখুন ৯ জেলায় জনবল নিয়োগ দিচ্ছে আকিজ গ্রুপ  ‘আমেরিকা কিছুটা সার্বভৌমত্ব হারিয়েছে’, জোহরান মামদানির জয়ে ট্রাম্পের প্রথম প্রতিক্রিয়া চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই মাসনা মাদরাসার  বার্ষিক মাহফিল—আত্মশুদ্ধি ও রূহানিয়্যাতের মহামিলন সৌদিতে সভা-সমাবেশ নিয়ে কঠোর সতর্কতা বাংলাদেশ দূতাবাসের ট্রাম্পের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় জোহরান মামদানির প্রধান উপদেষ্টার কাছে জামায়াতে ইসলামীসহ ৮ দল স্মারকলিপি দেবে আজ প্রথম মুসলিম দেশ হিসেবে তামাক নিষিদ্ধের ঘোষণা দিল মালদ্বীপ

যুদ্ধবিরতিকে ‘বিজয়’ হিসেবে দেখছে ইরান, চলছে উদযাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর পরিস্থিতি এখনও উত্তপ্ত থাকলেও ইরানের শীর্ষ পর্যায়ের নেতারা একে নিজেদের ‘বিজয়’ হিসেবে দেখিয়ে উদযাপন শুরু করেছেন।

ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেন, “এই ‘বিজয়’ প্রমাণ করে, ইরান এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের দম্ভ ভেঙে দিয়েছে এবং বিশ্বকে দেখিয়ে দিয়েছে ইরানের প্রকৃত শক্তি।”

পার্লামেন্টের স্পিকার ও আইআরজিসির সাবেক কমান্ডার মোহাম্মদ বাকের কালিবাফের ঘনিষ্ঠ সহযোগী মাহদি মোহাম্মাদি যুদ্ধবিরতির ঘোষণাকে ‘‘ঐতিহাসিক ও বিশাল বিজয়’’ হিসেবে উল্লেখ করেছেন। এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে তিনি লিখেছেন, “আজকের দিনটি একটি নতুন যুগের সূচনা।”

ইরানের পরমাণু শক্তি সংস্থার মুখপাত্র বেহরোজ কামালভান্দিও একই সুরে কথা বলেন। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “ইরানের পারমাণবিক কর্মসূচি কেউ থামাতে পারবে না। এটা গোটা বিশ্বকে বুঝতে হবে।”

তিনি আরও বলেন, “ইরানের যে সক্ষমতা ও প্রস্তুতি রয়েছে, তাতে পারমাণবিক শিল্প যেকোনো বাধা অতিক্রম করে এগিয়ে যাবে।”

এর আগে গত শনিবার মার্কিন সামরিক বাহিনী ইরানের ফোরদো, নাতানজ ও ইসফাহানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। এরপর সোমবার রাতে পাল্টা জবাবে কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ১৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এই পাল্টাপাল্টি হামলার কয়েক ঘণ্টা পর ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন।

সূত্র: আল জাজিরা।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ