সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

তুরস্কে নতুন সংবিধান প্রণয়নের উদ্যোগ, এরদোয়ানের বড় ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান সম্প্রতি নতুন সংবিধান প্রণয়নের উদ্যোগের ঘোষণা দিয়েছেন, যা দেশটির রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তিনি বর্তমান সংবিধানকে সামরিক শাসনামলের পণ্য হিসেবে উল্লেখ করে বলেন, এটি আধুনিক তুরস্কের চাহিদা পূরণে অক্ষম। এরদোয়ান একটি বেসামরিক, অন্তর্ভুক্তিমূলক ও উদার সংবিধানের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন, যা দেশের ভবিষ্যৎ উন্নয়নে সহায়ক হবে ।
তবে, এই উদ্যোগের পেছনে এরদোয়ানের পুনঃনির্বাচনের আকাঙ্ক্ষা রয়েছে বলে কিছু বিরোধী দলীয় নেতারা সন্দেহ প্রকাশ করেছেন। বর্তমান সংবিধান অনুযায়ী, তিনি আরেকবার প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না, যদি না আগাম নির্বাচন ঘোষণা করা হয় বা সংবিধানে সংশোধনী আনা হয় । এরদোয়ান অবশ্য এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, তার এই উদ্যোগ ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থে নয়, বরং দেশের কল্যাণের জন্য ।BBC


এই প্রস্তাবিত সংবিধান সংস্কারের প্রেক্ষাপটে, এরদোয়ান সম্প্রতি কুর্দি রাজনীতিবিদদের সঙ্গে বৈঠক করেছেন, যা দীর্ঘদিনের কুর্দি সংকট সমাধানের প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে । বিশ্লেষকরা মনে করছেন, এই সংলাপের মাধ্যমে এরদোয়ান কুর্দি সমর্থন অর্জন করে সংবিধান সংশোধনের জন্য প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করতে চাইছেন AP News


তবে, এই উদ্যোগের সমালোচকরাও রয়েছেন। তারা মনে করেন, এরদোয়ানের নেতৃত্বে তুরস্কের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়েছে, এবং এই সংবিধান সংস্কার তার ক্ষমতা আরও সুসংহত করার একটি কৌশল হতে পারে। বিশেষ করে, ইস্তানবুলের মেয়র একরেম ইমামোগলুর গ্রেপ্তার এবং অন্যান্য বিরোধী নেতাদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপগুলো এই সন্দেহকে আরও জোরালো করেছে ।


সামগ্রিকভাবে, তুরস্কের নতুন সংবিধান প্রণয়নের এই উদ্যোগ দেশটির রাজনৈতিক ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। এটি সত্যিকারের গণতান্ত্রিক সংস্কার হবে, নাকি ক্ষমতা কেন্দ্রীকরণের আরেকটি ধাপ—তা সময়ই বলে দেবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ