সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে সেই ব্যবস্থা করতে হবে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে আর কখনও রাতের ভোট হবে না: আলী রীয়াজ এবার খামেনির পক্ষে ইরানের রাস্তায় লাখ লাখ মানুষ! কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড়

‘গণহত্যা ও ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার বন্ধ করতে হবে’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইসরায়েলের দয়া চাইলেন ডব্লিউএইচও প্রধান

গাজায় চলমান সংঘাত ও মানবিক বিপর্যয়ের মধ্যে কান্না চেপে রেখে ইসরায়েলকে দয়া দেখানোর আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক ট্রেড্রোস আধানম গেব্রিয়াসিস।

জেনেভায় সংস্থাটির বার্ষিক সম্মেলনে বৃহস্পতিবার দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ‘গণহত্যা ও ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার বন্ধ করতে হবে। ইসরায়েলের নিজের স্বার্থেই এখন শান্তি প্রয়োজন।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তার বক্তব্যে ইসরায়েলের চলমান সামরিক অভিযানকে ‘ধ্বংসাত্মক ও আত্মঘাতী’ আখ্যা দিয়ে বলেন, এই ধরনের যুদ্ধ কোনো পক্ষের জন্যই স্থায়ী সমাধান বয়ে আনতে পারে না। বরং এটি ইসরায়েলকেই দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত করবে।

আধানম তার নিজের জীবনের যুদ্ধকালীন অভিজ্ঞতা স্মরণ করে বলেন, আমি জানি যুদ্ধ কী। আমি অনুভব করতে পারছি গাজার মানুষের যন্ত্রণা। আমি এর গন্ধ পাচ্ছি, শব্দ শুনতে পাচ্ছি। এটা পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের ফল।

তিনি বলেন, খাবার ও চিকিৎসা সরঞ্জামকে অস্ত্র হিসেবে ব্যবহার করা কখনোই মানবিক নয়। এটি বন্ধ হওয়া উচিত।

তিনি আরও বলেন, গাজায় কী চলছে তা ভাবুন—মানুষকে পরিকল্পিতভাবে না খাইয়ে রাখা, চিকিৎসা বঞ্চিত রাখা—এগুলো সভ্যতার লজ্জা।

টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদন অনুসারে, গাজার ওপর ইসরায়েলের আরোপিত সর্বাত্মক অবরোধের পর প্রথমবারের মতো বৃহস্পতিবার জাতিসংঘ প্রায় ৯০টি ত্রাণবাহী ট্রাক বিতরণ শুরু করেছে। এই সরবরাহকে স্বাগত জানালেও গেব্রিয়াসুস জোর দেন রাজনৈতিক সমাধানের ওপর, যা ছাড়া শান্তি কখনোই টেকসই হবে না বলে তিনি মনে করেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ