বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

আইনজীবী আলিফ হত্যা: চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন ফের খারিজ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা এবং আদালত প্রাঙ্গণে সহিংসতা সংক্রান্ত পাঁচ মামলায় ইসকনের বহিষ্কৃত সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন খারিজ করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ জুলাই) চট্টগ্রাম মহানগর দায়রা জজ হাসানুল ইসলাম এ আদেশ দেন। শুনানির সময় আদালত প্রাঙ্গণে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। চিন্ময়ের পক্ষে শুনানি করেন ঢাকা থেকে আসা সিনিয়র আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী।

চিন্ময়ের বিরুদ্ধে পাঁচটি মামলায় জামিন আবেদন করা হয়, যার মধ্যে আইনজীবী হত্যার অভিযোগসহ রাষ্ট্রদ্রোহ, পুলিশের ওপর হামলা, সহিংসতা ও ভাঙচুরের অভিযোগ রয়েছে। এসব মামলার এজাহারে তার নাম না থাকলেও তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং আদালতের নির্দেশে জেলগেটে জিজ্ঞাসাবাদেরও অনুমতি দেওয়া হয়।

এর আগে, ৩ জুন একই মামলায় মহানগর হাকিম তার জামিন আবেদন নাকচ করেন। এরপর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করা হয়, যা আবারও খারিজ হলো।

গত বছরের ২৬ নভেম্বর, চট্টগ্রাম আদালতে হাজির করা হলে চিন্ময়ের অনুসারীরা সহিংসতা শুরু করে। প্রিজন ভ্যান ঘিরে আদালত এলাকায় তাণ্ডব চালায়, পুলিশের ওপর হামলা চালায় এবং বিস্ফোরক ছুড়ে মারার ঘটনা ঘটে। ওই সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ