বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

শাপলা ও জুলাই-আগস্টের শহীদদের স্মরণে পল্লবীতে দুআ মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পল্লবী ইমাম উলামা পরিষদের উদ্যোগে ২০১৩ সালের শাপলা চত্বর এবং ২০২৪ সালের জুলাই-আগস্টে নিহত ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ জুলাই) ২ নম্বর ওয়ার্ডের ডি-ব্লক ঈদগাহ মাঠে আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল আজিজ কাসেমী এবং সঞ্চালনা করেন মাওলানা মাহমুদুল হাসান আরাবি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদরাসা দারুর রাশাদের মুহতামিম মাওলানা মুহাম্মদ সালমান, মাওলানা লোকমান মাজহারী, মাওলানা আখতারুজ্জামান কাসেমী, কমিশনার সাজ্জাদ হোসেন মোল্লাহ, মাওলানা তৌহীদুজ্জামান যশোরী, মাওলানা সাইফুর রহমান, মাওলানা মাঞ্জুরুল হক, মাওলানা মাহবুবুর রহমান কাসেমী, মাওলানা হেলাল উদ্দিন, মাওলানা হেলাল বিন আব্দুল হাই, মাওলানা ইবরাহীম জামিল, মাওলানা সুলতান, মাওলানা সৈকত এবং আহত জুলাই যোদ্ধা মাওলানা আব্দুর রহমান।

অনুষ্ঠানে জুলাই-আগস্টের কয়েকজন শহীদের পরিবার এবং আহতদের উপস্থিতি মুহূর্তটিকে আরও আবেগঘন করে তোলে।

এছাড়া ২২ জুলাই বিকেলে একই ব্যানারে আরেকটি দুআ মাহফিল অনুষ্ঠিত হয় পল্লবী ৬ নম্বর ওয়ার্ডের বটতলা বাজার সংলগ্ন মাঠে। এতে উপস্থিত ছিলেন শাইখুল হাদীস মাওলানা আশিকুর রহমান কাসেমী, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা লোকমান মাজহারীসহ ইমাম উলামা পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দুআ মাহফিলে শাপলা চত্বর, জুলাই-আগস্ট এবং মাইলস্টোন স্কুলের শহীদ ও আহত কচিকাঁচা শিক্ষার্থীদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ