রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জ উপজেলার বিশমাইল এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহত ও পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার (১৬ জুলাই) রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বড়দরগাহ হাইওয়ে থানার ওসি ওমর ফারুক জানান, একটি মালবোঝাই ট্রাক সড়কে দাঁড়িয়ে ছিল। পুলিশ সদস্যদের বহনকারী পিকআপ ট্রাকের সামনে গিয়ে দাঁড়ালে সার্জেন্ট পলাশ চন্দ্র পাল ও কনস্টেবল মিজানুর রহমান ট্রাকচালকের সঙ্গে কথা বলছিলেন। এ সময় দ্রুতগতির পঞ্চগড়গামী অরিন পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ট্রাক ও পরে পিকআপকে ধাক্কা দেয়।
দুর্ঘটনায় বাস, ট্রাক ও পিকআপ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী নিহত হন এবং কনস্টেবল মিজানুর গুরুতর আহত হন। আহতদের পীরগঞ্জ, মিঠাপুকুর ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাস ও ট্রাক বর্তমানে হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।
এসএকে/